১০ শহরের তালিকা প্রকাশ করেছে ফোর্বস৷ ২০২১ সালে বেইজিং ছিল তালিকার শীর্ষে৷ ২০২২ সালে নিউ ইয়র্ক আবারো মুকুট ছিনিয়ে নিয়েছে৷
সৌল
বর্তমানে মার্কিন শহরটিতে বসবাস করা বিলিওনেয়ারদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে৷ এদের সবার মোট সম্পদের পরিমান ৬৪০ বিলিওন ডলার৷
সবচেয়ে ধনী ব্যক্তি মিডিয়া ব্যক্তিত্ব মাইকেল ব্লুমবার্গ, যার একার সম্পদের পরিমানই ৮২ বিলিওন ডলার৷
গত বছরের শীর্ষে থাকা বেইজিং এ বছর মোট ১৭ জন বিলিওনেয়ার হারিয়েছে৷ চীনের রাজধানীতে এখন বিলিওনেয়ারের সংখ্যা ৮৩ জন, যাদের সম্মিলিত সম্পদ ৩১০ বিলিওন ডলার৷ তাদের মধ্যে সবার উপরে আছেন টিকটকের মালিকানা প্রতিষ্ঠান বাইট ডেন্সের এর প্রতিষ্ঠাতা ঝাং ইমিং৷
কোভিড এ কারনে,হংকংয়ে এ বছর বিলিওনেয়ার কমেছে ১২ জন৷ এশিয়ার শহরটিতে বর্তমানে ৬৮ জন বিলিওনেয়ার থাকেন।
চার নম্বরে উঠে এসেছে লন্ডন৷ এই শহরের বাসিন্দাদের মধ্যে তিনজন নতুন বিলিওনেয়ার হয়েছেন৷ এদের মধ্যে বুলগেরিয়া ও এস্তোনিয়ার সর্বপ্রথম বিলিওনেয়ার হিসাবে ফোর্বস এর খাতার নাম লিখানো দুই সম্পদশালীও আছেন৷ তারাসহ মোট ৬৬ জন বিলিওনেয়ারের বসবাস ব্রিটেনে।
চীনা শহরের তুলনায় কম ধনকুবের হারিয়েছে সাংহাই৷ কমে ৬৪ থেকে ৬১ জনে নেমেছে৷ সাংহাই এর ইস্ট হোপ গ্রুপের চেয়ারম্যান লু ইয়ংঝিং এর সম্পদ এ বছর দ্বিগুন বেড়েছে৷ শহরটির সবচেয়ে ধনী ব্যক্তির খেতাব এখন তার।
চীনের সিলিকন ভ্যালি খ্যাত এই শহরটি গত বছর নয়জন বিলিওনেয়ার হারিয়ে তালিকার ছয় নম্বরে নেমে এসেছে৷ শেনজেনের সবচেয়ে ধনী ব্যক্তি টেনসেন্ট গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মা হুয়াতেং৷ তার সম্পদও ২৮ বিলিওন ডলার কমেছে৷
মস্কো সবচেয়ে বেশি ধনকুবের হারিয়েছে৷ রাশিয়ার রাজধানীতে বসবাসকারী বিলিওনেয়ারদের মধ্যে দুইজন ছাড়া বাকি সবারই অবস্থা শোচনীয়৷ শহরটির সবচেয়ে ধনী ব্যক্তি ভ্লাদিমির লিসিন৷ তিনিও এ বছরে আট বিলিওন ডলার সমমূল্যের সম্পদ হারিয়েছেন৷
ভারতের মুম্বাই এ বছরও তার আগের অবস্থান ধরে রেখেছে৷ ৫১ জন বিলিওনেয়ারের বসবাস করেন এই শহরে৷ গত বছর নতুন তিনজন ধনী ব্যক্তি তালিকায় যুক্ত হয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য ভারতের সবচেয়ে ধনী নারী ফাল্গুনি নায়ার৷ সৌন্দর্য্য এবং ফ্যাশন বিষয়ক প্ল্যাটফর্ম ‘নাইকা’র প্রতিষ্ঠাতা তিনি৷
চারজন বিলিওনেয়ার হারিয়ে তালিকায় একধাপ নিচে নেমে গেছে সান ফ্রান্সিসকো৷ ৪৪ জন বিলিওনেয়ারের আছেন এখন শহরটিতে।
৩৮ জন বিলিওনেয়ারের শহরটি ২০১৯ সালের পর প্রথম শীর্ষ দশে উঠে এসেছে৷ এবছর নতুন যুক্ত হয়েছেন তিনজন।দক্ষিণ কোরিয়ার রাজধানীর বিলিওনেয়ারদের মোট সম্পদের পরিমান ১০৮ দশমিক তিন বিলিওন ডলার৷ সূত্র: ডয়েচে ভেলে / ছবি: ডয়চে ভেলে