Thalassemia: থ্যালাসেমিয়াকে হারিয়ে দিয়ে আইনজীবী হতে চায়, জলপাইগুড়ির সর্ন

Published By: Khabar India Online | Published On:

সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ   থ্যালাসেমিয়াকে হারিয়ে দিয়ে আইনজীবী হতে চাই জলপাইগুড়ির সর্ন।

থ্যালাসিমিয়া নামক জটিল রোগে আক্রান্ত সর্ন, দুচোখে রয়েছে প্রত্যাশা। অত্যন্ত গরীব ঘরের সন্তান সে, তার ওপর বাবা নেই। প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই চালাতে ভালোবাসি সে। এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সর্ন। বড় হয়ে আইনজীবী হওয়ার স্বপ্ন রয়েছে তার।

আরও পড়ুন -  Philippines Floods: মৃতের সংখ্যা বেড়ে ২৫, ফিলিপাইনে বন্যায়

সোমবার ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, পরীক্ষা দেওয়ার পর সে জানায় ভালোই হয়েছে তার পরীক্ষা। অসুখ সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে সে জানায় থ্যালাসিমিয়া নামক রোগে আক্রান্ত সে। অনেক বার করে রক্ত দিতে লাগে, গরীব ঘরের সন্তান সর্ন। চিকিৎসার খরচ জোগাড় করতে অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়। তার ওপর তার বাবা নেই, তবে এত প্রতিকুলতার পরেও সে বড় হয়ে আইনজীবী হওয়ার স্বপ্ন দেখে।

আরও পড়ুন -  Maa Durga: মা দূর্গার ভূমিকায় মিঠাই, জি বাংলায়