পাক প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছেন সংসদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি।পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
রবিবার প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবকে সংবিধানের ৫ নং অনুচ্ছেদের পরিপন্থী বলে অভিহিত করে তা খারিজ করেন তিনি।
বিরোধী দলগুলি স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করার কারণে সুরি আজকের অধিবেশনের সভাপতিত্ব করেন।
এদিকে পাক প্রেসিডেন্টকে সংসদ ভেঙে দেয়ার পরামর্শ দিয়েছেন ইমরান খান।
রবিবার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি জানান, প্রেসিডেন্ট আরিফ আলভিকে সংসদ ভেঙে দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।