FIFA World Cup: কোন দল কোন গ্রুপে, ফিফা বিশ্বকাপ ড্র

Published By: Khabar India Online | Published On:

শুক্রবার কাতারের দোহা এক্সিবিশন ও কনভেনশন সেন্টারে এক জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় বিশ্বকাপের ড্র

অংশগ্রহণ করা ৩২ দলের মধ্যে আয়োজক কাতারসহ ২৯ দল নিশ্চিত হয়েছে আগেই। বাকি তিনটি দল নির্ধারিত হবে দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফের জয়ী এবং ইউরোপিয়ান প্লে-অফের জয়ী দল দিয়ে।

আরও পড়ুন -  Camel Flu: ‘ক্যামেল ফ্লু’, সতর্ক করল ডব্লিউএইচও, কাতারে ছড়িয়ে পড়তে পারে

 ড্র অনুষ্ঠানে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার কাফু পট-১ থেকে বল তুলে কাতারসহ র‌্যাংকিংয়ের শীর্ষ সাত দলের গ্রুপ ভাগ্য নির্ধারণ করেন। যেখানে আর্জেন্টিনা গ্রুপ ‘সি’তে, ব্রাজিল গ্রুপ ‘জি’তে এবং পর্তুগাল পড়েছে গ্রুপ ‘এইচ’ এ।

এক নজরে ৮ টি গ্রুপঃ

গ্রুপ এ: কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর।

আরও পড়ুন -  নামতে গিয়ে পর্বতারোহীর মৃত্যু, অক্সিজেন ছাড়া

গ্রুপ বি: ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান ও কোয়ালিফায়ার থেকে আসা দল।

গ্রুপ সি: আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব।

গ্রুপ ডি: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া ও কোয়ালিফায়ার থেকে আসা দল।

গ্রুপ ই: স্পেন, জার্মানি, জাপান ও কোয়ালিফায়ার থেকে আসা দল।

গ্রুপ এফ: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা।

আরও পড়ুন -  Bhojpuri Song: ভোজপুরি ইন্ডাস্ট্রি আবারও তার সঙ্গীতের জাদুতে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে

গ্রুপ জি: ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন।

গ্রুপ এইচ: পর্তুগাল উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানা।
আগামী ২১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ ফিফা ফুটবল বিশ্বকাপের। কত না চড়াই-উতরাই আর অনিশ্চয়তা জেঁকে বসেছিল কাতার বিশ্বকাপ আয়োজনে। সারা বিশ্ব মাতবেন এই ফুটবল খেলা নিয়ে।