সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ গভীর রাতে গোয়াল ঘরে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত দুটি গরু, বাঁচাতে গিয়ে জখম ১। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের গাদং ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রত্যন্ত পূর্ব ডাঙ্গা পাড়া এলাকায়।
জানা গেছে, পূর্ব ডাঙ্গা পাড়া এলাকার বাসিন্দা পতিত মন্ডল প্রতিদিনের মতো গোয়াল ঘরে গরু রেখে একটু বাইরে গিয়েছিলেন। গভীর রাতে ফিরে এসে দেখেন গোয়াল ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে। এরপর গোয়াল ঘরে থাকা গরুগুলোকে বাঁচানোর চেষ্টা করেন তিনি। এদিকে চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। তবে গোয়ালঘরে শুকনো বাঁশ খড়ি, কাঠ এবং পাটখড়ি থাকার কারণে খুব দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে ।যার ফলে মুহূর্তের মধ্যেই দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। এদিকে খবর পেয়ে ধূপগুড়ি দমকল বাহিনীর কর্মীরা একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। তবে আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই গোয়াল ঘরে থাকা দুটি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায় । ক্ষতিগ্রস্ত হয় গোয়ালঘরটি। গরুগুলোকে বাঁচাতে গিয়ে আগুনের কারণে জখম হন পতিত মন্ডল । বর্তমানে তিনি ধূপগুড়ি গ্ৰামীণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। শুক্রবার সকালে পাড়া প্রতিবেশীরা ভিড় জমায়।
অনুমান করা হচ্ছে, গরুগুলোকে যাতে মশা না ধরে সেকারণে মশা মারার ধূপকাঠি জ্বালিয়ে রেখেছিলেন পতিত বাবু। সম্ভবত সেই ধূপকাঠি থেকেই আগুন লেগে যায় বলে অনুমান।