Comedian Chris Rock: কৌতুকশিল্পী ক্রিস রকের দাম বেড়ে গেছে, চড় খেয়ে!

Published By: Khabar India Online | Published On:

অস্কার অনুষ্ঠানে অভিনেতা উইল স্মিথের অসুস্থ স্ত্রীকে নিয়ে রসিকতা করেছিলেন অনুষ্ঠানের উপস্থাপক কৌতুকশিল্পী ক্রিস রক। রেগে গিয়ে ক্রিসকে অস্কারের মঞ্চেই চড় মারেন স্মিথ। এ নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে। উইল স্মিথ যদিও সরিও বলেছেন তবে অনেকে ক্রিসের সমালোচনা করেছেন একজন অসুস্থ মানুষকে নিয়ে মজা করার জন্য।

 চড় কান্ডের পর চাহিদা বেড়ে গেছে ক্রিস রকের। স্ট্যান্ড-আপ কমেডির অনুষ্ঠানে ক্রিস থাকলেই টিকিটের বিক্রি বেড়ে যাচ্ছে। চড় খাওয়ার রাতে যত টিকিট বিক্রি হয়েছে, গত এক মাসে মোট বিক্রির হিসেব তার থেকে অনেক কম। চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বেড়ে গিয়েছে টিকিটের মূল্যও।

আরও পড়ুন -  Electric Bike in India: দীপাবলিতে আনতে পারেন ইলেকট্রিক বাইক, রেঞ্জ রয়েছে ২০০ কিমি

 ওই ঘটনার পরে টিকিটের দাম গিয়ে ঠেকেছে ৪০ হাজারে!

 বৃহস্পতিবার থেকে স্ট্যান্ড-আপ কমেডির অনুষ্ঠান শুরু করলেন কৌতুকশিল্পী ক্রিস রক। পর পর অনুষ্ঠান রয়েছে তার। অনুষ্ঠানের নাম, ‘ইগো ডেথ ওয়ার্ল্ড টুর’। বিশ্বের বিভিন্ন দেশের মঞ্চে দেখা যাবে তাকে। অস্কারের চড়-কাণ্ডের ঘটনার তিন দিন পর জনসমক্ষে এলেন তিনি।

আরও পড়ুন -  আতঙ্কের মধ্যে ঘুম আসত না, প্রতিদিন বোমার শব্দ!

অস্কারমঞ্চে অভিনেতা উইল স্মিথের হাতে চড় খাওয়ার পরেও ঠান্ডা মাথায় অনুষ্ঠান সঞ্চালনা করে যাওয়ার জন্যই মুগ্ধ দর্শকেরা।

আমেরিকার বস্টনে তিনি মঞ্চে প্রবেশ করার পরেই দর্শকেরা উঠে দাঁড়িয়ে হাততালি দেন। এক বার নয়, বারবার একই ভাবে তাকে অভ্যর্থনা জানানো হয়। ক্রিস খানিক অপ্রস্তুত হয়ে পড়েন।

আরও পড়ুন -  বিষ্ণুপুর পৌরসভার ভোট, জমে উঠেছে নির্বাচনী লড়াই

ক্রিস সরাসরি বলেন, ‘আপনারা যদি অস্কারের চড়-কাণ্ড সম্পর্কে আমার মন্তব্য শুনতে আসেন, তা কিন্তু হবে না। এই ঘটনার আগেই আমার স্ট্যান্ড-আপ কমেডির অনুষ্ঠানের জন্য লম্বা লম্বা চিত্রনাট্য লিখেছি।’

 উইলের চপেটাঘাত নিয়ে একটি বাক্য ব্যয় করেছেন তিনি। বলেছেন, ‘আমি এখনও ভেবে চলেছি, সে দিন ঠিক কী হয়েছিল? নিজের মনের মধ্যে এখনও সেই মুহূর্তটিকে নিয়ে চিন্তা করে চলেছি।’