Actress Mahiya Mahi: মাহিয়া মাহি ব্যবসা শুরু করছেন, কি ব্যবসা?

Published By: Khabar India Online | Published On:

 চিত্রনায়িকা মাহিয়া মাহি এখন অভিনয় বেশি করছেন না। বিয়ের পর থেকে খুব একটা অভিনয়ে দেখা যাচ্ছে না। পরিবার কে করে সময় দিচ্ছেন।

 জানা গেছে, নতুন কিছু শুরু করতে চান নায়িকা। সেখানেই সময় দেবেন। গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকারের সঙ্গে বিয়ের পর তার ব্যবসায়ী হওয়ার ইচ্ছা মনে আসে।

মাহি বলেন, ‘শিগগিরই রেস্টুরেন্ট চালু করতে যাচ্ছি। পুরোদমে এখন ওটারই কাজ চলছে।’

আরও পড়ুন -  MS Dhoni: CSK দলের CEO বড় বার্তা দিলেন ধোনি-কে নিয়ে, ‘এখনই অবসর নয়, খেলবেন আগামী মরশুমেও’

তিনি জানান, তার রেস্টুরেন্টটি চালু হচ্ছে গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে। তিনটি ফ্লোর নিয়ে এই রেস্টুরেন্টের আয়তন ছয় হাজার বর্গফুট নিয়ে। দেশি ও বিদেশি নানা ধরনের খাবার থাকবে। রুফটপে আড্ডা দেওয়ার সুযোগও থাকছে।

‘আমি অনেক দিন ধরে চুপচাপ আছি। আমি আসলে এই কাজ নিয়েই ব্যস্ত ছিলাম। সবাই তো ভাবছিলেন, আমি মা হতে যাচ্ছি, তাই সবার কাছ থেকে আড়ালে ছিলাম। সবাইকে বলতে চাই, বিষয়টা মোটেও তেমন কিছু নয়।

আরও পড়ুন -  Pori Moni: অভিনেত্রী পরীমণি মা হলেন

আমি আমার মতো করে ছবির শুটিংও কিন্তু করছি। এক সপ্তাহ ধরে ঢাকার পাশে পুর্বাচলে “অফিসার” নামে একটি চলচ্চিত্রের শুটিং করছি। শুটিংয়ে ফাঁকে রেস্টুরেন্টের ইন্টেরিয়রের কাজ দেখভাল করতেও হচ্ছে।’-বলেন মাহি

আরও পড়ুন -  সুবাহ, আগাম জামিন পেলেন

রেস্টুরেন্টের নাম রাখা হয়েছে ‘ফারিশতা’। রোজার শুরুতেই এই ‘ফারিশতা’ চালু করতে যাচ্ছেন।

মাহি বলেন, ‘আমরা এক্সপার্ট শেফ নিয়োগ করেছি।খাবারের মানের ব্যাপারে বিন্দুমাত্র আপস করবো না।  রোজার শুরুতেই হরেক রকমের ইফতার বিক্রি মধ্য দিয়ে এই রেস্টুরেন্টের যাত্রা শুরু হবে।’