Qatar World Cup: কাতার বিশ্বকাপে পোল্যান্ড, সুইডেনকে হারিয়ে

Published By: Khabar India Online | Published On:

সুইডেনকে হারিয়ে কাতার বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিলো পোল্যান্ড। বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লড়াইয়ে প্লে অফের ফাইনালে মঙ্গলবার রাতে সুইডেনকে ২-০ গোলে হারায় রবার্ট লেভানদোস্কির দল।

গোলশূন্য প্রথমার্ধের পর ৪৯ মিনিটে রবার্ট লেভানডোভস্কি অচলবস্থার অবসান ঘটনা। তার পেনাল্টি থেকে করা গোলে ভর করে লিড নেয় পোলিশরা। এই গোলের ২৩ মিনিট পর ৭২ মিনিটে গোল করে ব্যবধান ২-০ করেন পিওতর জেলেনস্কি।

আরও পড়ুন -  Urfi Javed: ঝুলছে ডিম নিম্নাঙ্গে, আবার নতুন পোশাকে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওড়ালেন উরফি জাভেদ

২-০ গোলে পিছিয়ে পরা সুইডেন ম্যাচের বাকি সময়ে ফিরতে পারেনি। বল পজিশনে আধিপত্য বিস্তার করে খেললেও গোলের হিসেবে পিছিয়ে পরে তারা এবং বিদায় নেয় বিশ্বকাপের একদম কাজ থেকে।

আরও পড়ুন -  Qatar World Cup: ৬৯ ডলারে টিকিট কাতার বিশ্বকাপের

ইউরোপ মহাদেশ থেকে বাছাইপর্ব পেরিয়ে আগেই সরাসরি ১০ দল কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। প্লে-অফ থেকে আরও তিন দল টিকিট পাবে কাতারের। ইতোমধ্যে পর্তুগাল ও পোল্যান্ড টিকিট নিশ্চিত করেছে।

আরও পড়ুন -  Qatar World Cup: ব্রুনো জোড়া গোলে, বিশ্বকাপে পর্তুগাল