TMC: রাস্তায় উনুন জ্বেলে হাঁড়িতে ফোটাল ২ টাকা কেজির চাল

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ   হাজার টাকা রান্নার গ্যাস। প্রতিবাদে হাওড়ায় টিএমসি কর্মীরা রাস্তায় উনুন জ্বেলে হাঁড়িতে ফোটাল ২ টাকা কেজির চাল।

হাজার টাকা রান্নার গ্যাস। প্রতিবাদে হাওড়ায় টিএমসিপি কর্মীরা রাস্তায় উনুন জ্বেলে হাঁড়িতে ফোটাল ২ টাকা কেজির চাল। হেঁসেলে চড়েছে আগুন। ২ টাকা কেজির চাল ফুটছে হাজার টাকার রান্নার গ্যাসে। বিজেপি সরকারের এই নক্কারজনক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার বিক্ষোভে নামল তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। কেন্দ্রীয় সরকারের নিত্যপ্রয়োজনীয় ও পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাওড়ার দাসনগর স্টেশন ও দাসনগর থানার কাছে সোমবার বিকেলে রাস্তায় বসে উনুন জ্বেলে ২ টাকা কেজি চাল রান্না করে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করল শিবপুর কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা। তারা বিজেপি সরকারের এই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাস এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন সোচ্চার হয়।

আরও পড়ুন -  Durga Pujo: মাস শেষের আগেই পাবেন বেতন, সরকারি কর্মচারীদের পুজোর উপহার মমতা সরকারের