Lok Sabha By-Election: লোকসভা উপ নির্বাচনের আগে, 6 লক্ষ 67 হাজার টাকা উদ্ধার

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   6 লক্ষ 67 হাজার টাকা উদ্ধার জুবলি নাকা চেকিং পয়েন্ট থেকে।লোকসভা উপ নির্বাচনের আগে গোটা আসানসোল লোকসভা কেন্দ্র জুড়ে শুরু হয়েছে পুলিশের নাকা চেকিং ।সোমবার আসানসোলের জুবলি মোড়ে নাকা চেকিং চলার সময় পাঁচগেছিয়ার বাসিন্দা সোমনাথ রায়ের কাছ থেকে এই টাকা উদ্ধার হয় বলে জানা গেছে। এদিন সোমনাথ বলেন, তিনি অসুস্থ, চিকিৎসার জন্য তার বন্ধুর কাছ থেকে এই টাকা ধার করে নিয়ে আসছিলেন।

আরও পড়ুন -  একদিকে যখন মৃত্যুর মিছিল চলছে, তখন ভয়ঙ্কর অভিযোগ দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানে

এদিন নাকা চেকিং স্থলে থাকা এক সরকারি আধিকারিক কিশোর কুমার মান্ডি বলেন, নাকা চেকিং চলার সময় এক বাইক চালককে তল্লাশি চালানোর সময় ওনার কাছ থেকে 6 লক্ষ 67 হাজার টাকা উদ্ধার হয়।উপযুক্ত কাগজ দেখাতে পারলে ওনার টাকা উনি ফেরত পাবেন, না হলে সরকারি তহবিলে এই টাকা জমা পড়ে যাবে।

আরও পড়ুন -  হাসপাতালে চিকিৎসা করাতে এসে নিখোঁজ পাঁচ বছরের এক শিশু, পরে শিশুকে উদ্ধার করে পুলিশ