ডাক্তার এখন নায়িকা

Published By: Khabar India Online | Published On:

‘পাপ’ শিরোনামে নতুন একটি সিনেমা করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সৈকত নাসিরের পরিচালনায় এতে অভিনয় করবেন চিত্রনায়ক জিয়াউল রোশান, চিত্রনায়িকা ববি হক। তবে ছবিটির আরেক নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে ছিলো ধূয়াশা।

আরও পড়ুন -  জোভান বিয়ে করলেন কাকে?

জানা গেছে,  ছবিটির নায়িকা হচ্ছেন জাকিয়া কামাল মুন, যিনি পেশায় একজন চিকিৎসক অর্থাৎ এমবিবিএস ডাক্তার। তার ডাক নাম মাহা। ‘পাপ’-এর মাধ্যমেই নায়িকা হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন চিকিৎসক মাহা।

জাজ জানায়, শুধু রূপে ও মেধায় নয়, উচ্চতাতেও প্রতিষ্ঠানটির আবিষ্কৃত অন্য নায়িকাদের চেয়ে এগিয়ে মাহা। লম্বায় সে ৫ ফিট ৭ ইঞ্চি।

আরও পড়ুন -  একুশে জুলাই এর সভা, সফল করতে তৃণমূলের মিছিল

নির্মাতা সৈকত নাসির বলেন, ‘অনেকদিন পর জাজের কাজ করছি। আজিজ ভাই (প্রযোজক) চিত্রনাট্য লিখেছেন, এটা আরও আনন্দের। এ সিনেমায় ববি ও রোশান অভিনয় করছেন প্রধান দুটি চরিত্রে। থাকছেন মাহাসহ আরও একজন নতুন নায়িকা।’

আরও পড়ুন -  Malaysia: নিহত বেড়ে ১৯, মালয়েশিয়ার ভূমিধসে
নায়িকা জাকিয়া কামাল মুন

এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান জাজের প্রথম আবিষ্কার ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রতিষ্ঠানটির হাত ধরেই সিনে জগতে এসেছেন নুসরাত ফারিয়াসহ বেশ কয়েকজন।