World Cup: তুরস্ককে প্লে অফে হারিয়ে, বিশ্বকাপের পথে পর্তুগাল

Published By: Khabar India Online | Published On:

তুরস্ককে প্লে অফে হারিয়ে কাতার বিশ্বকাপের পথে টিকে আছে পর্তুগাল।

গত বৃহস্পতিবার পোর্তোয় অনুষ্ঠিত ম্যাচে সফরকারী তুরস্ককে ৩-১ গোলে পরাজিত করেছে তারা। অবশ্য সফরকারী দলের হয়ে শেষদিকে পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন বুরাক ইলমাজ।

এস্তাদিও দো ড্রাগাওয়ে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেই ব্রাজিলে জন্মগ্রহন করা মিডফিল্ডার ওটাভিও এবং লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জোতার গোলে এগিয়ে যায় স্বাগতিক পর্তুগাল। বিরতি থেকে ফিরে ৬৫ মিনিটে একটি গোল পরিশোধ করেন তার্কিশ অধিনায়ক ইলমাজ। এরপরই একটি পেনাল্টি পায় তুরস্ক।

আরও পড়ুন -  খুরশিদ লোইয়ারের চেহারা একদম পাল্টে গেছে ‘মুন্নাভাই এমবিবিএস’-র, আপনি দেখলে চিনতেও পারবেন না

ভিএআর প্রযুক্তিতে এনেস উনালের বিপক্ষে ফাউল প্রমানিত হওয়ায় স্বাগতিকদের বিরুদ্ধে পেনাল্টির নির্দেশ দেন কর্তব্যরত জার্মান রেফারি। কিন্তু স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন ইলমাজ। তার শটের বলটি বারে লেগে ফিরে এলে সমতায় ফেরার সুযোগ থেকে বঞ্চিত হয় তুরস্ক।

আরও পড়ুন -  Horoscope: আজ ১৬ই ডিসেম্বর, রাশিফল দেখুন

ম্যাচের ইনজুরি টাইমে ম্যাথিউস নুনেস পর্তুগালের হয়ে গোল করলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক দল। এই জয়ে চূড়ান্ত প্লে অফে উত্তর মেসেডোনিয়ার মোকাবেলা করবে পর্তুগাল। ওই ম্যাচে জয়ী দল সুযোগ পাবে কাতার বিশ্বকাপে খেলার।

আরও পড়ুন -  Julian Alvarez: আলভারেজ, ১০ বছরের সঙ্গী, মেসির স্বপ্নপূরণে