নিজস্ব সংবাদদাতা, হাবড়াঃ তৃণমূলের প্রধানের বিরুদ্ধে অনাস্থা ভোট তৃণমূলের মেম্বারদের।
সম্প্রতি হাবড়ার কুমড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রত্না বিশ্বাসের বিরুদ্ধে হাবড়ার বিডিওর কাছে অনাস্থা প্রস্তাব আনে দলেরই পঞ্চায়েত সদস্যরা । সেই অনাস্থা প্রস্তাব গ্রহণ করে বিডিও। আজ পঞ্চায়েত অফিসে অনাস্থার ভোটাভুটি হয় ।সেখানে এই পঞ্চায়েতের মোট ২৯ জন মেম্বারের মধ্যে ২৪ জন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ভোট দেয় । কয়েকদিনের মধ্যে পঞ্চায়েতের নতুন প্রধান কে হবেন তা ঠিক করা হবে বলে মেম্বারা জানিয়েছেন । পঞ্চায়েতের কাজের সঠিক হিসেব পাচ্ছিলেন না মেম্বাররা, এছাড়া দল বিরোধীও কিছু কাজকর্ম ছিল প্রধান রত্না বিশ্বাসের বিরুদ্ধে বলে অভিযোগ।