31 C
Kolkata
Sunday, May 19, 2024

প্রত্যেকটা নারীর গল্প, ‘সাবরিনা’ ওয়েব সিরিজ

Must Read

​ ভিন্ন দুই স্তরের দুই নারীর মধ্য দিয়ে সমাজের প্রত্যেকটা মেয়ে ও নারীর সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন দুর্বিষহ ঘটনা ও সেই সবের প্রতিবাদের গল্প তুলে ধরা হয়েছে ওয়েব সিরিজ ‘সাবরিনা’-তে, বানিয়েছেন আশফাক নিপুণ।  সিরিজটির কেন্দ্রীয় দুই নারী চরিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহ্জাবীন চৌধুরী ও নাজিয়া হক অর্ষা

 প্রকাশিত হয়েছে ৭ পর্বের এই সিরিজটির ট্রেইলার। সামাজিক যোগাযোগ মাধ্যমে উন্মুক্ত হতেই সাড়া ফেলছে এটি, নারীকেন্দ্রিক গল্পে নারীদের একটু অন্যরকমভাবে উপস্থাপন করায় প্রশংসিতও হচ্ছে বেশ। প্রচলিত ধারা ভেঙে একটি প্রতিশ্রুতিশীল গল্প বলার চেষ্টা করায় নির্মাতারও প্রশংসা করছেন অনেকেই।

আরও পড়ুন -  টাকার ব্যাগ, মোবাইল ও আধার কার্ড কুড়িয়ে পেয়ে প্রকৃত মালিকের হাতে তুলে দিলো এক সিভিক ভলেন্টিয়ার

আগামী ২৫ মার্চ জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম হইচইতে সিরিজটি মুক্তি পাবে।

মেহ্জাবীন চৌধুরী বলেন, ‘একজন অভিনয়শিল্পী হিসেবে আমি সবসময় এমন চিত্রনাট্যে কাজ করতে চেয়েছি, যেখানে নারীর অনুভূতিকে প্রাধান্য দেওয়া হয়। যেই চরিত্রগুলো আমাকে নার্ভাস করে ফেলে, এই চরিত্রগুলো করতে আমি পছন্দ করি। এই সিরিজটিও ঠিক তেমনই, আমি নার্ভাস হয়ে গিয়েছিলাম চরিত্রটি করতে পারবো কি না! দর্শকদের কাছে ভালো লাগবে, আমার বিশ্বাস। সিরিজটির শেষ দিকে গিয়ে একটি চমকও পেতে পারেন দর্শকরা, সেটি কি জানতে হলে অবশ্যই সিরিজ দেখতে হবে।’

আরও পড়ুন -  Samba Dance: সাম্বা নাচ আনন্দের বহিঃপ্রকাশ, অসম্মান নয়ঃ ভিনিসিয়াস জুনিয়র

 নাজিয়া হক অর্ষা বলেন, ‘যখন কোন চ্যালেঞ্জিং চরিত্র করতে বলা হয় যেই চরিত্রটি আমি আগে কখনও দেখিনি সেটার প্রস্ততি একরকম হয় আবার যে চরিত্রটি আমি সবসময় দেখে এসেছি, তার বেলায় অন্যরকম হয় এবং সেটা খুবই সূক্ষ্মভাবে করতে হয়।

সেদিক থেকে এই গল্পের যে চরিত্রটি, এই চরিত্রটিকে আমাদের আশেপাশে আমরা সবাই-ই কম বেশি দেখেছি। যার জন্য চরিত্রটিকে নিয়ে ভাবতে হয় খুবই সূক্ষ্মভাবে। প্রস্তুতির ক্ষেত্রে আমি বলবো, আমি চেষ্টা করেছি সেই সূক্ষ্ম আমিটাকে উপস্থাপন করতে যেটা দেখে প্রত্যেকটা নারী উপলব্ধি করতে পারে যে, হ্যাঁ আমি এটা ফেইস করেছি। আমাদের সবারই চেষ্টা ছিলো গল্পের সঙ্গে চরিত্রের গাঁথুনিটা যেন মজবুত হয়। এখন বাকিটা দর্শকরা দেখার পরই বুঝতে পারবেন।’

আরও পড়ুন -  Rohit Sharma: রোহিত শর্মার টি-টোয়েন্টি সিরিজের আগেই বড় ধাক্কা, আশানুরূপ পারফরম্যান্স নেই

এছাড়া অভিনয় করেছেন রুনা খান, সাঈদ জামান শাওন, ইন্তেখাব দিনার, ইয়াশ রোহান, হাসান মাসুদ, ফারুক আহমেদ, মনির খান শিমুল, নাদের খান, ডাঃ এজাজ প্রমুখ। এবার পালা বা বলার দর্শকরা বলবেন।

Latest News

Bhojpuri: মিষ্টি রাতের আলোয় সঞ্চিতার সাথে নরম বিছানায় রোমান্সে মত্ত পবন সিং, ভাইরাল ভিডিও চোখ বুলিয়ে নিন

Bhojpuri: মিষ্টি রাতের আলোয় সঞ্চিতার সাথে নরম বিছানায় রোমান্সে মত্ত পবন সিং, ভাইরাল ভিডিও চোখ বুলিয়ে নিন।  ভোজপুরী সিনেমা: এক...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img