32 C
Kolkata
Tuesday, May 14, 2024

সহচরী অসুস্থ স্বামীকে ফেলে রেখে নিজের কেরিয়ার গড়তে গেলেন, সমালোচনা হচ্ছে

Must Read

‘ আয় তবে সহচরী’, এই সপ্তাহেও ৮.৪ রেটিং নিয়ে ধারাবাহিকটি রয়েছে পঞ্চম স্থানে। দেবিনার বিদায় যে এখনই হচ্ছে না তা দর্শকদের কাছে পরিষ্কার।

 তবে কি শুধুই এখন নেগেটিভিটি দেখিয়ে যাবে গল্পে। এমন প্রশ্নের মাঝেই আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে গল্পের ধরনে। সহচরী আবারও যেতে শুরু করেছে কলেজে। নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছে সহচরী। নিজের ইচ্ছা শক্তির ভরেই রেডিও স্টেশনে একটি চাকরি জোগাড় করেছে সে। যেখানে অসংখ্য মহিলার সহচরী হয়ে তাঁদের সমস্যার সমাধান করবে।

 ধারাবাহিকের নতুন প্রোমো চলে এলো। আগেই দেখা গেছে যে নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে সহচরী চাকরিটি পাকা হয়েছে। কিন্তু দুঃখের কপালে যে সুখ সহজে আসেনা। চাকরির প্রথম দিনে সহচরীর জীবনে নেমে আসে বিরাট ঝড়। দেবিনার চক্রান্তে রীতিমতো জর্জরিত সমরেশ। সমরেশ যেন শাখের করাত। এরই মাঝে দেবিনা সমরেশের সকল কুকীর্তি ফাঁস করে বাড়িতে পুলিশ ডাকে। বাড়িতে পুলিশ এসে সেনগুপ্ত বাড়ির বড় ছেলে সমরেশ সেনগুপ্তকে গ্রেপ্তার করতে আসেন।

আরও পড়ুন -  অভিনেত্রী লিখলেন, “প্লিজ, প্লিজ না। না মানে না। ‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়াল, কি হয়েছে ?

অধ্যাপকের পক্ষে গ্লানি মেনে নেওয়া অত্যন্ত লজ্জা। তাই লজ্জায় জর্জরিত হয়ে বিষ খেয়ে আত্মহত্যার পথ বেছে নেয় সমরেশ। হাসপাতালে নিয়ে যাওয়া হয় সমরেশকে। এই কঠিন সময় কি তাঁর স্ত্রী সহচরী পাশে থাকবে না? কারণ খাতায়-কলমে এখনও ডিভোর্স হয়নি তাদের তাই আইনগতভাবে সহচরী সমরেশের এখনও স্ত্রী।

আরও পড়ুন -  Friends: আর স্বামী - স্ত্রী নয়, বন্ধু হিসেবেই থাকবেন, বৈবাহিক জীবনে দাঁড়ি পড়ল

বরফি ভাবে সহচরী দোটানায় পড়তে পারে সইমা হাসপাতাল নাকি রেডিওর প্রথম শো, কোনটা বেছে নেবে সহচরী? সহচরী স্পষ্ট উত্তর সে রেডিও শোতেই যাবে। আজীবন তরে সহচরী শুধু অন্যের জন্য করেই এসেছে কিন্তু পরিবর্তে পেয়েছে একরাশ উপেক্ষা ও  অপমান। সহচরীর নিজের জন্য বাঁচার সময় এসেছে। আর সময় নষ্ট করতে চায় না।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

এই দৃঢ় সিদ্ধান্তে সবাই সহচরীর পাশেই দাঁড়িয়েছে। একজন কমেন্টে লেখেন,“এমন সময় পাশে না থাকাই ভালো। যখন সমরেশের মেয়ের বয়সী ছাত্রীর সাথে প্রেম করার শখ হয়েছিল তখন সহচরীকে খোঁজে নি। আর এখন যখন ওই মেয়েটা দেবিনা পুলিশকে ধরিয়ে দিল তখন কেন সহচরী তার পাশে থাকবে। সহচরী পাশে থাকবেনা থাকবেনা থাকবেনা যদি পাশে থাকে সহচরী আর দেখবো না।” গল্পটা জমে উঠেছে।

আরও পড়ুন -  Oindrila Saha: টেক্কা দিচ্ছেন সিনেমার অভিনেত্রীদের, ‘মিঠাই’-এর ‘নিপা’

Latest News

দিনে কত টাকা তোলা যায় ATM থেকে? মাসে কতবার? সব কিছু জানুন ATM কার্ডের নিয়মগুলি

দিনে কত টাকা তোলা যায় ATM থেকে? মাসে কতবার? সব কিছু জানুন ATM কার্ডের নিয়মগুলি।  ডিজিটাল দিনে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img