শ্যাম মন্দিরে মহা সমারোহে পালিত হচ্ছে হোলি উৎসব

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতাঃ   প্রথা মেনে হাওড়ার ঘুসুড়িতে শ্যাম মন্দিরেও মহা সমারোহে পালিত হচ্ছে হোলি উৎসব।

প্রথা মেনে হাওড়ার ঘুসুড়িতে শ্যাম মন্দিরেও মহা সমারোহে পালিত হচ্ছে হোলি উৎসব। বিগত দু’বছরে কোভিড পরিস্থিতির কারণে হোলি উৎসব বন্ধ থাকলেও এবার ফের আনন্দে মেতেছেন হাজার হাজার মানুষ। এই শ্যাম মন্দিরে প্রতি বছরই মহা সমারোহে হোলি উৎসব পালিত হয়। অনেকটা বৃন্দাবনের ধাঁচে এখানে হোলি উৎসবে মেতে ওঠেন আবালবৃদ্ধবনিতা। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই হোলি উৎসবে যোগ দিতে। এবারও তার অন্যথা হয়নি। সকাল থেকেই দেখা যাচ্ছে সেখানে রঙের উৎসবে মেতেছেন মানুষ। একে অপরকে রঙে রাঙিয়ে দিচ্ছেন তারা।

আরও পড়ুন -  মা শীতলা'র পুজো চলছে মহা ধূমধামে