Ukrainian Actress Oksana: ইউক্রেনীয় অভিনেত্রী ওকসানা, রকেট হামলায় নিহত !

Published By: Khabar India Online | Published On:

 নিজের বাড়িতে রকেট হামলায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শভেটস। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

 শুক্রবার (১৮ মার্চ) অভিনেত্রীর নিজ দল ‘ইয়ং থিয়েটার’ এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী কিয়েভের একটি আবাসিক ভবনে ছিলেন ওকসানা। সেখানে রাশিয়ার সেনারা রকেট হামলা চালালে ইউক্রেনীয় এ অভিনয়শিল্পী মারা যান।

আরও পড়ুন -  Weather Update: চলছে একটানা নিম্নচাপের দাপট, লক্ষ্মী পুজোর আগে

সম্প্রতি শিল্পীদের জন্য ইউক্রেনের সর্বোচ্চ সম্মাননা ‘ওনার্ড আর্টিস্ট অব ইউক্রেন’ পেয়েছিলেন ওকসানা।

 হামলায় ইউক্রেনের বেশ কিছু শহর দখলে নিয়েছে রুশ সেনারা। রুশ সামরিক অভিযানের মুখে ইউক্রেন ছেড়ে পোলান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে লাখ লাখ ইউক্রেনীয় আশ্রয় নিয়েছে। চলমান সংঘাতে এরইমধ্যে বহু সামরিক-বেসামরিক লোকের প্রাণহানি হয়েছে।

আরও পড়ুন -  Brazil Team: ব্রাজিল টিমে করোনা আতঙ্ক, বিপাকে পড়েছে ব্রাজিল

এদিকে ইউক্রেনের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, রাশিয়ার সেনারা দেশটির সিভিলিয়ানদের ওপর ইচ্ছাকৃত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা চালাচ্ছে। এর আগেও কিয়েভসহ ইউক্রেনের বেশ কিছু শহরে দোকান-বাজার, বাড়ি, স্কুল ও হাসপাতালের ওপর রুশ ক্ষেপণাস্ত্র হানার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন -  Monslisa: সৌন্দর্য দেখে অবাক দর্শকরা, গোলাপি পোশাকে সুন্দর সাঝে অভিনেত্রী মোনালিসা

 রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তারা শুধুমাত্র ইউক্রেনের সেনা ঘাঁটিগুলো লক্ষ্য করেই বিশেষ অভিযান চালাচ্ছে।

যুদ্ধবিরতি ইস্যুতে দুদেশের পররাষ্ট্র ও কূটনৈতিক পর্যায়ে একাধিক বৈঠক হলেও এখনো সমঝোতায় আসতে পারেনি কেউ।