বিপুল পরিমাণ অবৈধ, দেশী এবং বিদেশী মদসহ দুইজনকে পাকড়াও

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতাঃ   পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ দেশী বিদেশী মদসহ দুইজনকে পাকড়াও করল মালদা মানিকচক থানার পুলিশ। গোপন সূত্রে খবর বৃহস্পতিবার সকালে মানিকচক থানার সেকেন্ড অফিসার কাজল কুমার দাসের নেতৃত্বে পুলিশের অভিযান চলে। মানিকচকের কামালপুর এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে অবৈধ মদসহ পাকড়াও করে পুলিশ। অপর অভিযান মথুরাপুর এলাকায় চালিয়ে আরো একজনকে অবৈধ মদ সহ পাকড়াও করে পুলিশ। বৃহস্পতিবার ধৃত দুই জনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মালদা জেলা আদালতে পাঠানো হয় পুলিশের তরফে।

আরও পড়ুন -  Google Pixel Watch: গুগল পিক্সেল ওয়াচ, স্মার্টওয়াচকেও টেক্কা দেবে

পুরো সূত্রে জানা গেছে, ধৃতরা হলেন ধীরেন মন্ডল কামালপুর এলাকার বাসিন্দা। কমলপুরে অভিযান চালিয়ে মদ সহ পাকড়াও করে পুলিশ।ওপর ধৃত রামকৃষ্ণ মন্ডল।দক্ষিণ চন্ডীপুর এলাকার বাসিন্দা।মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে ধৃতকে পাকড়াও করে পুলিশ। পুলিশ জানিয়েছে 2 জনের কাছ থেকে প্রায় 100 বোতল দেশী বিদেশী মদ উদ্ধার হয়। সমস্ত মদ অবৈধভাবে মজুদ করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এমনটাই গোপন সূত্রে খবরে জানতে পেরে পুলিশ অভিযান চালিয়ে সাফল্য পায়। ধৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মালদা জেলা আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন -  Durga Pujo: ডানকুনি আবাসন সার্বজনীন সমিতির ৩২তম দুর্গাপুজো