রাশিয়াকে ইউক্রেনে সামরিক অভিযান থামাতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। দ্য হেগে জাতিসংঘের এ আদালত বলছে, যুদ্ধের ন্যায্যতা প্রশ্নে ক্রেমলিন যেসব যুক্তি দেখিয়েছে, সেগুলোর প্রমাণ তারা পাননি।
বৃহস্পতিবার ব্রিটেনের দ্য গার্ডিয়ান অনলাইন এ খবর জানিয়েছে।
আগ্রাসন চালানোর আগে রাশিয়া দাবি করেছিল, ইউক্রেন তাদের পূর্বাঞ্চলে রুশ ভাষাভাষীদের ওপর গণহত্যা চালাচ্ছে।
এই আদেশের পক্ষে আদালতের ১৩ জন বিচারক ভোট দিয়েছেন। দুটি ভোট পড়েছে বিপক্ষে। চীন ও রাশিয়ার বিচারকরা আদেশের বিপক্ষে ভোট দেন।
আদেশে বলা হয়, ‘রাশিয়ান ফেডারেশনকে অবিলম্বে সামরিক অভিযান বাতিল করতে হবে, যা তারা ২৪ ফেব্রুয়ারি ২০২২ সালে ইউক্রেনের সীমানার ভেতরে শুরু করেছিল।’
আইসিজের প্রধান বিচারক জোয়ান ডনঘ জানান, আদালত আগ্রাসন চালানোর পক্ষে দেখানো যুক্তির প্রমাণ পায়নি।
বিচারক বলেন, আদালত মনে করে যে, রাশিয়ান ফেডারেশনের সামরিক অভিযানের শিকার না হওয়ার অধিকার ইউক্রেনের রয়েছে। ছবি: দ্য গার্ডিয়ান অনলাইন।