ইউক্রেনে ধ্বংস অভিযান আরও জোরদার করছে রুশ সেনারা

Published By: Khabar India Online | Published On:

ইউক্রেনে রুশ সেনাদের অভিযানের তৃতীয় সপ্তাহ চলছে। দেশটির বিভিন্ন শহর দখলে নিয়েছে রুশ সেনারা। এছাড়া ইউক্রেনে ধ্বংস অভিযান আরও জোরদার করেছে তারা।

জানা গেছে, রুশ বাহিনী নিজেদের দখলে নেয়া একটি শহরের মেয়রকে আটক করেছে। যার প্রতিবাদে শহরটির কয়েকশ বাসিন্দা সড়কে নেমে বিক্ষোভও দেখিয়েছেন।

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রুশ হামলা শুরুর পর এখন পর্যন্ত ইউক্রেইনের এক হাজার তিনশর মতো সেনা নিহত হয়েছে। এবারই প্রথম ইউক্রেইনের সরকার তাদের নিজেদের নিহত সেনার সংখ্যা প্রকাশ করল।

আরও পড়ুন -  দিল্লিতে রুশ ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী, কী চাইছেন?

অন্যদিকে মস্কোর হুঁশিয়ারি উপেক্ষা করে ইউক্রেইনকে সহায়তায় আরও ২০ কোটি ডলারের অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে পশ্চিমারা ইউক্রেইনকে যে অস্ত্রশস্ত্র পাঠাচ্ছে, সেগুলোর বহর রুশ বাহিনীর হামলার ‘বৈধ লক্ষ্যবস্তুতে’ পরিণত হতে পারে রাশিয়া সতর্ক করেছিলো। তার কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্র সরকারের এ ঘোষণা

আরও পড়ুন -  War: ৬০ থেকে ১০০ সেনা হারাচ্ছে ইউক্রেন প্রতিদিন যুদ্ধে: প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

রুশ অভিযান, সহিংসতা ও বিভিন্ন শহরে টানা গোলাবর্ষণের কারণে এরই মধ্যে ২৫ লাখের বেশি বেসামরিক ইউক্রেন নাগরিক দেশ ছেড়েছে।

গোলাবর্ষণ সত্ত্বেও শহর ছাড়তে না পারা মারিওপোলের বাসিন্দারাই সবচেয়ে বেশি ভুগছেন ও ‘পৃথিবীর সবচেয়ে বাজে মানবিক বিপর্যয়ের’ সাক্ষী হচ্ছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা।

আরও পড়ুন -  হাবড়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার দুই

তিনি বলেন, শহরটিতে এখন পর্যন্ত অন্তত এক হাজার ৫৮২ বেসামরিকের মৃত্যু হয়েছে, সেখানকার বাসিন্দারা কোনোরকমে বেঁচে থাকতেও হিমশিম খাচ্ছেন, মৃতদের গণকবরে সমাহিতে বাধ্য হচ্ছেন। সূত্র: নিউ ইয়র্ক টাইমস / প্রতীকী ছবি