আলুর বন্ড নিয়ে হিমঘর এর মালিকদের সঙ্গে, প্রশাসনিক বৈঠক ময়নাগুড়িতে

Published By: Khabar India Online | Published On:

আলুর বন্ড নিয়ে হিমঘর এর মালিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক ময়নাগুড়িতে।

সজল দাশগুপ্ত, ময়নাগুড়ি, ১১ই মার্চঃ   শুক্রবার বর্তমানে বিভিন্ন হিমঘর থেকে আলুর বন্ড দেওয়ার কাজ চলছে। 16 তারিখের পর থেকে আলু জমা নেওয়ার কাজ শুরু করবে হিমঘর কর্তৃপক্ষ। আর এর ফলে জাতীয় সড়কের ওপর শাড়ি দিয়ে গাড়ি পার্কিং না করে সেই বিষয় নিয়ে শুক্রবার ময়নাগুড়ি থানায় এক বৈঠক বসে। এদিনের এই বৈঠকে বিভিন্ন ঘরের মালিকরা ছাড়াও উপস্থিত ছিলেন ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ বিমলেন্দু চৌধুরী।

আরও পড়ুন -  সদ্যোজাত শিশু বদলের অভিযোগে উত্তেজনা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে

এদিনের এই বৈঠকের মধ্য দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, জাতীয় সড়কের উপর শাড়ি দিয়ে পার্কিং নয়। ফাঁকা মাঠে পুলিশের অনুমতি নিয়ে পার্কিং করা হবে। প্রত্যেকটি পারকিং জনে পুলিশ থাকবে। সেখানে প্রশাসনের পক্ষ থেকে খোকন ইস্যু করা হবে। রোটেশন পদ্ধতিতে গাড়ি পার্কিং জোন থেকে বের হবে। জাতীয় সড়কে গাড়ির লম্বা লাইন এর ফলে দুর্ঘটনা ঘটতে পারে। সেই সঙ্গে চলছে মাধ্যমিক পরীক্ষা ফলে রাস্তা জ্যাম হলে মাধ্যমিক পরীক্ষার্থীরা সমস্যার সম্মুখীন হবে। প্রশাসন সেদিকেও নজর রাখবে। জেলা প্রশাসনের নির্দেশে এদিনের এই বৈঠক বলে জানা গিয়েছে। হিমঘর কর্তৃপক্ষ পুলিশের সাথে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ময়নাগুড়ির বেশকিছু ফাঁকা মাঠ রয়েছে যেখানে পার্কিং করা হবে বলে জানা গিয়েছে। প্রত্যেকটি পার্কিং জোন পুলিশ ঘুরে ঘুরে দেখবেন বলে জানিয়েছে ন আইসি তামাল দাস।

আরও পড়ুন -  Work Stopped: কানাইপুর গ্রামের দক্ষিণ অঞ্চলে গঙ্গা অ্যাকশন প্ল্যানের কাজ বন্ধ কেন ?