দশম শ্রেণীর স্কুল ছাত্রীর মৃতদেহ মাটি খুঁড়ে বের করে, আবার ময়না তদন্ত

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতাঃ   দশম শ্রেণীর স্কুল ছাত্রীর মৃতদেহ মাটি খুঁড়ে বের করে আবার ময়না তদন্তের জন্য উত্তর বঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হলো। পুলিশ প্রশাসন এবং ম্যাজিস্ট্রেট উপস্থিতে মৃতের পরিবারের লোক জনের সামনে বুধবার মালবাজার ব্লকের মানাবাড়ি চাবাগানে কবর খুরে মৃতদেহ উদ্ধার হয়।

আরও পড়ুন -  Om-Rekha: ওম পুরী-রেখা, অন্তরঙ্গ দৃশ্য জীবন্ত করতে এই কাজটা করেছিলেন !

উল্লেখ্য গত ২৫ শে জানুয়ারি মাল ব্লকের মানাবাড়ি চাবাগানে দশম শ্রেণীর ছাত্রী মৃতদেহ উদ্ধার হয় ওদলাবাড়ি রেল লাইনে।

ওই বাগানেরই অন্য সেকশনে আপত্তির বাড়ি বিয়ের অনুষ্ঠানে এসে রাতে নিখোঁজ হয়ে যায়। ২৭ জানুয়ারি নিখোঁজ কিশোরীর পরিবার নিউ মাল স্টেশনে গিয়ে মৃতদেহ শনাক্ত করে।

আরও পড়ুন -  ভাগ্যশ্রীর সঙ্গে ফ্লার্ট করতেন সালমান, ‘ম্যায়নে পেয়ার কিয়া’র সেটে

এরপর মৃতের পরিবার ও আত্মীয়স্বজন, ময়না তদন্তের রিপোর্টে সন্তুষ্ট হয়নি। তারা চেয়েছেন সঠিক তদন্ত হোক। প্রয়োজনে আবার ময়না তদন্ত করা হোক।

এদিন কবর থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্ত করতে শিলিগুড়ি পাঠানো হয়।

আরও পড়ুন -  Royal Enfield Hunter 350: রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০, ২৫,০০০ টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ