আন্তর্জাতিক নারী দিবসে, নারীদের প্রতি সম্মান ও অত্যাচার বন্ধ করতে দোষীদের যাবজ্জীবন শাস্তি

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতাঃ   আন্তর্জাতিক নারী দিবসে নারীদের প্রতি সম্মান ও অত্যাচার বন্ধ করতে দোষীদের যাবজ্জীবন শাস্তি দিল রানাঘাট আদালত। এক নারীকে ধর্ষণ করে গয়না লুট করার অপরাধে তিন দোষী ব্যক্তি (1)মিজানুর মন্ডল (2) সাহাজেল মন্ডল (3) আব্দুল হালিম মন্ডল কে যাবজ্জীবন সাজা শোনালো রানাঘাট আদালত লার্নেড এডিজে সুতপা সাহা, সরকারি আইনজীবী, অ্যাডিশনাল পিপি, অপূর্ব কুমার ভদ্র।

আরও পড়ুন -  Kalyan Banerjee: ক্ষুব্ধ কল্যাণ, রাজীবের যোগদান নিয়ে

22/8/2012 সালে আচিয়া বিবি বনগাঁ থানায় একটি নিখোঁজ ডায়েরি করে তার যা বনগাঁর সবাই পুরের বাসিন্দা তিনি নিখোঁজ হয়েছে। মসলা হলুদ এর পাওনা টাকা আদাই করতে চাকদায় আসে। এরপর নিখোঁজ হয়ে যায়। পরবর্তী সময়ে নদীয়ার গাংনাপুর থানার বুবলি মাঠে এক মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বাড়ির লোকেরা এসে মৃতদেহ শনাক্ত করে। পুলিশের তদন্তে উঠে আসে মিজানুর মন্ডল ওই মহিলাকে ফুসলিয়ে নিয়ে আসে দুবলিন মাঠে সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল দুই সাকরেদ সাহাজেল মন্ডল আব্দুল হালিম মন্ডল তিন দুষ্কৃতী মিলে ওই নারীর গয়না লুট করে তাকে ধর্ষণ করে এরপর প্রমাণ মুছতে তারি পরনের শাড়ি খুলে গলায় ফাঁস দিয়ে খুন করে।

আরও পড়ুন -  Assam: সাত শিক্ষার্থী নিহত, সড়ক দুর্ঘটনায়, আসামে

পরবর্তী সময়ে পুলিশ তদন্তে নেমে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে। দীর্ঘ 10 বছর বিচার প্রক্রিয়া চলার পর আজ আদালত যাবজ্জীবন সাজা শোনালো। ফলে স্বভাবতই খুশি মৃতের পরিবার থেকে আইনজীবী মহল।

আরও পড়ুন -  Kalighater Kaku Arrested: কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র ইডির হাতে গ্রেফতার, জাল গোটাচ্ছে ইডি, এবার কি রাঘব বোয়ালদের সময়?