34 C
Kolkata
Wednesday, May 15, 2024

পুতিন কিয়েভ দখল করতে চেয়েছিলেন দুই দিনের মধ্যেইঃ CIA

Must Read

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরিকল্পনা করেছিলেন যে, দুই দিনের মধ্যেই কিয়েভ দখল করে নেবেন। কংগ্রেসের একটি শুনানিতে মঙ্গলবার সিআইএ প্রধান উইলিয়াম বার্নস এ দাবি করেছেন।

সিআইএ প্রধান বলেন, ‘আমার ধারণা, পুতিন এখন খুবই রাগান্বিত এবং হতাশ হয়ে আছেন। তিনি এখন দ্বিগুণ শক্তি বাড়াবেন এবং ইউক্রেনের সামরিক বাহিনীকে পর্যুদস্ত করতে সব কিছুই করবেন, তাতে যতই বেসামরিক প্রাণহানি হোক না কেন।’

আরও পড়ুন -  NATO: ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনীয় বাহিনীর ছোড়া, পোল্যান্ডে বিস্ফোরিতঃ ন্যাটো

তিনি বলেন, বহু বছর ধরেই ক্ষোভ এবং উচ্চাকাঙ্খার এক মিশেলের মধ্যে রয়েছেন পুতিন। ইউক্রেনের আগ্রাসন ক্রেমলিনের নেতার ‘গভীর ব্যক্তিগত বিশ্বাসের’ বিষয় বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন -  Qatar World Cup Football: এগিয়ে কারা? বিশ্বকাপের গোল্ডেন বুট ও বলের

যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানীর খবর পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে যুদ্ধের কারণে ইউক্রেন ছেড়েছেন ২০ লাখের বেশি মানুষ। তারা প্রতিবেশি দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।

সূত্র জানায়, রুশ সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রাশিয়ার সেনা বাহিনী; হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও। ছবি: বিবিসি।

আরও পড়ুন -  বিপাকে চেলসি, সরকারের নিষেধাজ্ঞায়

Latest News

অমতে বিয়ে দেয়ার জন্য এই পরিনাম যুবতীর, প্রাইভেসি দেখুন তারপর এই শর্টফিল্ম দেখবেন

অমতে বিয়ে দেয়ার জন্য এই পরিনাম যুবতীর, প্রাইভেসি দেখুন তারপর এই শর্টফিল্ম দেখবেন।  শর্ট ফিল্ম: এক ঝলক, এক অনুভূতিঃ শর্ট ফিল্ম...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img