পথ অবরোধ করল মাধ্যমিক পরীক্ষার্থীরা!

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতাঃ   সরকারি স্টেট বাসে মাধ্যমিক পরীক্ষার্থীদের স্টুডেন্ট ভাড়া না নেওয়ায়, সোমবার মাধ্যমিক পরীক্ষা শেষে ধূপগুড়ির, ধূপগুড়ি থেকে ময়নাগুড়িগামী জাতীয় সড়কের জলঢাকা বাসস্টান্ডে পথ অবরোধ করল মাধ্যমিক পরীক্ষার্থীরা। জানা গেছে, ধূপগুড়ির মাগুরমারী ২ নং গ্রাম পঞ্চায়েতের মল্লিক পাড়া স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের পরিক্ষাকেন্দ্র পড়েছে ১৮ কিলোমিটার দূর ঠাকুরপাঠ এলাকার রাজামোহন স্কুলে।

আরও পড়ুন -  Ten Heads Of Kali: দিনের আলোয় পূজিতা হন দশ মাথা কালী

স্কুলের প্রধান শিক্ষক অভিভাবকদের সাথে বৈঠক করে ২০ টাকা করে স্টুডেন্ট ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেন। এদিন পরীক্ষা শেষে মাধ্যমিক পরীক্ষার্থীরা একটি স্টেট বাস উঠলে, স্টুডেন্ট ভাড়া না নেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে এই পথ অবরোধ করে বলে জানা গেছে।

আরও পড়ুন -  ভর দুপুরে গাড়ির কাঁচ ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ! পুলিশি নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন