নিজস্ব সংবাদদাতাঃ আজ থেকে রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করতে বদ্ধপরিকর শিক্ষা দপ্তর। অন্যদিকে বোলপুর শান্তিনিকেতন-এ কলেজ পড়ুয়ারা জানাচ্ছে রাজ্য সরকারকে তীব্র ধিক্কার।হোস্টেল না খুলে, ছাত্রছাত্রীদের থাকার বন্দোবস্ত না করে বিদেশ থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীদের ক্যাম্পাসে ডেকে অফলাইন পরীক্ষা দেওয়ার চাপ সৃষ্টি করায় স্বতস্ফূর্তভাবে ছাত্রছাত্রীরা অফলাইন পরীক্ষা বয়কটের দাবিতে সুবিশাল মিছিল সংগঠিত করলো।ছাত্র-ছাত্রীদের তিনটি প্রধান দাবি রয়েছে :
১. অবিলম্বে হোস্টেলগুলি খুলতেই হবে
২.অনলাইন ক্লাস করিয়ে অফলাইন পরীক্ষা নেওয়া যাবে না
৩.মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সীমা বাড়াতে হবে।
কলেজ পড়ুয়াদের পাশাপাশি রয়েছে দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াড়াও। গত ৬-৭ দিন থেকে দিন রাত এক করে দিযে চলছে তাদের লাগাতার আন্দোলন।আন্দোলনের পাশাপাশি তারা রাস্তা অবরোধও করছে।