প্রতিবন্ধীর বাড়িতে হাতির আক্রমণ!

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতাঃ     এবার প্রতিবন্ধীর বাড়িতে হাতির আক্রমণ। কোন রকম পালিয়ে পাচলো এই পরিবার।
ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েত এলাকার আফালচাঁদ মৌজায়।জানা গেছে শনিবার রাতে কল্যাণী মণ্ডল তার পরিবার নিয়ে বাড়িতে থাকতেন। কল্যানী মন্ডল প্রতিবন্ধী মেয়েকে নিয়েই এই ঘরে ছিলেন৷ স্বামী কর্মখেত্রে কেরালায় থাকে। কল্যানী মন্ডল জানান শনিবার রাতে হটাৎ বাড়িতে হাতি চলে আসে৷ খাবারের খোজে ঘরের বেরা ভেঙে দেয়। শুর ঢুকিয়ে ঘর থেকে রেশনের আটা বের করে আনে। পরে সেই আটা খেয়ে পালিয়ে যায়। সেই সময় হাতির ভয়ে কল্যাণী মণ্ডল প্রতিবন্ধী বাচ্চা নিয়ে কোনোক্রমে ঘর থেকে পালিয়ে যান বলে জানান তিনি।

আরও পড়ুন -  Tripura: বিজেপি চাঁদার জমানা ঘুচিয়েছে ত্রিপুরায়ঃ নরেন্দ্র মোদি

সমাজসেবী সঞ্জিত বারই বলেন বস্তি এলাকায় প্রতিনিয়ত এরকম হাতি আক্রমণ হয়, ফসল নষ্ট করে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কোনো সহয়তা করা হয় না বলে জানান।স্থানীয় পঞ্চায়েত সদস্য রাঁধেশ্যাম মল্লিক ক্ষতিপূরণ যাতে পান তার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট সাথে যোগাযোগ করবেন বলে জানালেন। বাইট ১) কল্যানী মন্ডল ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক।

আরও পড়ুন -  West Bengal Weather Update: ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, আবার নতুন নিম্নচাপ, মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করেছে হাওয়া অফিসের