37 C
Kolkata
Sunday, May 5, 2024

প্রতিবন্ধীর বাড়িতে হাতির আক্রমণ!

Must Read

নিজস্ব সংবাদদাতাঃ     এবার প্রতিবন্ধীর বাড়িতে হাতির আক্রমণ। কোন রকম পালিয়ে পাচলো এই পরিবার।
ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েত এলাকার আফালচাঁদ মৌজায়।জানা গেছে শনিবার রাতে কল্যাণী মণ্ডল তার পরিবার নিয়ে বাড়িতে থাকতেন। কল্যানী মন্ডল প্রতিবন্ধী মেয়েকে নিয়েই এই ঘরে ছিলেন৷ স্বামী কর্মখেত্রে কেরালায় থাকে। কল্যানী মন্ডল জানান শনিবার রাতে হটাৎ বাড়িতে হাতি চলে আসে৷ খাবারের খোজে ঘরের বেরা ভেঙে দেয়। শুর ঢুকিয়ে ঘর থেকে রেশনের আটা বের করে আনে। পরে সেই আটা খেয়ে পালিয়ে যায়। সেই সময় হাতির ভয়ে কল্যাণী মণ্ডল প্রতিবন্ধী বাচ্চা নিয়ে কোনোক্রমে ঘর থেকে পালিয়ে যান বলে জানান তিনি।

আরও পড়ুন -  Weather Update: চলছে একটানা নিম্নচাপের দাপট, লক্ষ্মী পুজোর আগে

সমাজসেবী সঞ্জিত বারই বলেন বস্তি এলাকায় প্রতিনিয়ত এরকম হাতি আক্রমণ হয়, ফসল নষ্ট করে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কোনো সহয়তা করা হয় না বলে জানান।স্থানীয় পঞ্চায়েত সদস্য রাঁধেশ্যাম মল্লিক ক্ষতিপূরণ যাতে পান তার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট সাথে যোগাযোগ করবেন বলে জানালেন। বাইট ১) কল্যানী মন্ডল ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক।

আরও পড়ুন -  পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি, কথা হল পৌনে এক ঘণ্টা

Latest News

Weather Forecast: কালবৈশাখীর দাপট দক্ষিণবঙ্গে, ঘন্টায় ৫০ কিমি বেগে ঝড় এই সব জেলায়

Weather Forecast: কালবৈশাখীর দাপট দক্ষিণবঙ্গে, ঘন্টায় ৫০ কিমি বেগে ঝড় এই সব জেলায়। গরমকালের আবহাওয়া: প্রখর রোদ, প্রকৃতির রঙিন রূপ। গ্রীষ্মকাল,...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img