ময়নাগুড়িতে ডেঙ্গির থাবা!

Published By: Khabar India Online | Published On:

ময়নাগুড়িতে ডেঙ্গির থাবা!

সজল দাশগুপ্ত, ময়নাগুড়ি, ৪ মার্চঃ   ময়নাগুড়ির ৪ নং ওয়ার্ডের তথা সিনেমাহল পাড়া এলাকায় এক ব্যক্তির শরীরে ডেঙ্গির জীবানু মিলল। জানা গেছে, সিনেমাহল পাড়া এলাকায় এক যুবক কেরলে কাজ করার সময় সেখানেই তার জ্বর হয়। সেখানেই চিকিৎসা করাতে থাকেন এক বেসরকারি হাসপাতালে। কিন্তূ তাতেও কোনো সমাধান না হওয়ায় তার ঠিকাদার তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। নিউ ময়নাগুড়ি স্টেশনে আসার পর তার শরীর খারাপ হতে থাকে। এর পর সেখান থেকে এম্বুলেন্সে করে শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ৭ দিন থাকার পর গত ২৬ ফেব্রুয়ারি তাকে মেডিকেল কলেজ থেকে ছেড়ে দেওয়া হয়। এই অবস্থায় তার শরীরের ডেঙ্গুর জীবাণু খুঁজে পাওয়া যায়। আর এই খবর শোনা মাত্রই শুক্রবার তার বাড়িতে ময়নাগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিকের একটি টিম পরিদর্শন করেন এবং আশেপাশের লোকজনের বাড়িতে সার্ভে করেন। এলাকার মানুষদের শারিরীক বিষয়ে খোঁজ খবর নেন। জানা গেছে কেরলে থাকার সময়েই তার শরীরের ডেঙ্গু বাসা বেঁধেছিল। প্রসঙ্গত, এডিস মশার কামড়ের ফলে ডেঙ্গি হয়ে থাকে। এই মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। এদিন তার খোঁজ করতে তার বাড়িতে যান ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সোমেশ স্যানাল । এদিন তিনি তার বাড়িতে যান এবং তাকে বোঝান। এই রোগ থেকে কি করে নিস্তার পাওয়া যায় সেই বিষয়েও এলাকার লোকদের
বোঝান। এমনকি তিনি ঐ ব্যক্তিকে ফলমূল কিনে দেন। ময়নাগুড়ি ব্লক স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে, ঘাবড়ানোর কিছু নেই। ঐ ব্যক্তি এখন সুস্থ রয়েছে।

আরও পড়ুন -  Horoscope: আজ ২১ শে নভেম্বর, রাশিফল দেখুন