শ্রীশ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি পালিত হচ্ছে বেলুড় মঠে

Published By: Khabar India Online | Published On:

আজ শ্রীশ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি পালিত হচ্ছে বেলুড় মঠে।

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ  ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৭তম জন্মতিথি অনুষ্ঠান পরম ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে উদযাপন হচ্ছে বেলুড় মঠে। আজ ভোরে মঙ্গলারতির মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর উষা কীর্তন, বেদপাঠ, স্তবগান, কথামৃত পাঠ, ধর্মসভা প্রভৃতি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই মঠে ভক্ত এবং দর্শনার্থীদের সমাগম হয়েছে। ঠাকুরের জন্মতিথি উৎসবে এবার ভক্ত ও দর্শনার্থীদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা করেছেন বেলুড় মঠ কর্তৃপক্ষ।

আরও পড়ুন -  ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব পড়বে? জানুন আগামী সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস