Kiss: শাহিদকে চুমু খাওয়ার অভিজ্ঞতা জানালেন, কঙ্গনা!

Published By: Khabar India Online | Published On:

বিশাল ভরদ্বাজের ‘রঙ্গুন’ ছবির দৃশ্যে কাদায় মাখামাখি কঙ্গনা রানাউত আর শাহিদ কাপুরকে চুম্বন করতে দেখা গেছে। সম্প্রতি জাতীয় স্তরের একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে শাহিদকে চুমু খাওয়ার অভিজ্ঞতা জানালেন কঙ্গনা।
ওই অনুষ্ঠানে এই বলিউড অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়,  কেমন লেগেছিল শাহিদকে চুমু খেয়ে? এই প্রশ্নের উত্তর এক কথায় দিয়েছিলেন কঙ্গনা। বলেছিলেন, ‘জঘন্য’।

আরও পড়ুন -  ছেলেকে নিয়ে ফসল কাটছেন রঙ্গোলী, ছবি ভাইরাল বলিউড কুইন কঙ্গনার

বলেন, চুমু খাওয়ার সময় শাহিদের বিশাল গোঁফ খুব বিরক্তিকর ছিল। তার মধ্যে ও জানিয়েছিল ওর সর্দি হয়েছে। আসলে এই রোম্যান্টিক দৃশ্য এভাবে করাই উচিত নয়। একটা মানুষকে সেভাবে চিনি না। অথচ তাকে চুম্বন করা! এ হয় না।

আরও পড়ুন -  UGC: ঘোষণা করল ইউজিসি, করোনা সময়কালে অনলাইনে পাওয়া ডিগ্রী দিয়ে কি চাকরি পাওয়া যাবে?

অন্যদিকে কঙ্গনার এই জবাবের প্রেক্ষিতে শাহিদ সংবাদমাধ্যমকে বলেন, ওই দৃশ্য সম্পর্কে আমার কিছুই মনে নেই। কিছুই না। কিছু ছবি থাকে যা শুধু কাজের জন্যই করা। মনে থাকে না। তবে কঙ্গনার মাথায় যা ঘোরে, ও যা বলে তার অর্ধেক মনগড়া। সকলেই জানেন।

আরও পড়ুন -  ভীষণ এক নিম্নচাপ