প্রশাসনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল আদিবাসী সমাজ কল্যাণ সমিতির

Published By: Khabar India Online | Published On:

প্রশাসনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল আদিবাসী সমাজ কল্যাণ সমিতির।

নিজস্ব সংবাদদাতাঃ   দীর্ঘদিন ধরে লাঞ্ছনা এবং বঞ্চনার শিকার তপশিলি জাতি এবং আদিবাসীরা। এবার প্রশাসনের বিরুদ্ধে একাধিক দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ মিছিল করল তপশিলি জাতি ও আদিবাসী সমাজ কল্যাণ সমিতি। মঙ্গলবার কৃষ্ণনগরের রাজপথে মিছিল করে তারা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে ও একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি। একশ্রেণীর প্রশাসনের দ্বারা একাধিক কাজকর্ম করতে গেলে তারা হয়রানির শিকার হচ্ছে। জাতি নথিপত্র থেকে শুরু করে তাদের যে জমি জায়গার অধিকার সেগুলো থেকেও বঞ্চিত হচ্ছে তারা। রাজ্য সরকার যেখানে বার বার পিছিয়ে পড়া শ্রেণীর প্রতি দৃষ্টিভঙ্গি রেখেছে। তপশিলি জাতি এবং উপজাতিরা সমাজের মূল স্রোতে ফিরে আসে তার জন্য নানাবিধ আইন এবং প্রকল্প ঘোষণা করেছে সরকার। কিন্তু সেইসব প্রকল্পের সুবিধা তো দূর অস্ত একশ্রেণীর প্রশাসনের দাড়া দীর্ঘদিন ধরে তারা বঞ্চনার শিকার হচ্ছে। এবার একাধিক দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ মিছিল করল আদিবাসী সম্প্রদায়ের সংগঠন। তাদের দাবি অবিলম্বে তাজের যে ন্যায্য প্রকল্প এবং আইন গুলি রয়েছে সেগুলো প্রশাসন সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে কাজ করুক।

আরও পড়ুন -  Ukraine: গ্রেপ্তার প্রধান বিচারপতি, ইউক্রেনের