বিজেপি ‘ভিখারির দল’ এই বলে আখ্যা দিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, উঃ ২৪পরগণাঃ      বিজেপি ‘ভিখারির দল’ এই বলে আখ্যা দিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।পাশাপাশি বলেন,অর্জুন নিজের ঘর সামলান। কয়েক জন আত্মীয় চলে এসেছে-ছেলেও পাঁ বাড়াচ্ছে অর্জুনকে নিয়ে মন্তব্য করতে গিয়ে জানালেন জ্যোতিপ্রিয় মল্লিক। চারটি কর্পোরেশনের ভোট পরিচালনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশংসা করে জ্যোতিপ্রিয় বলেন অন্য রাজ্যের ভোটেও এরাজ্যের পুলিশকে পাঠানো উচিত।

আরও পড়ুন -  যাত্রীবাহী বাসে ডিআরডিও-র উদ্ভাবিত আগুন সনাক্তকরণ ও নির্বাপণ ব্যবস্থার কার্যকারিতা সচক্ষে দেখলেন প্রতিরক্ষা মন্ত্রী ও সড়ক পরিবহণ মন্ত্রী

তৃণমূল থেকে বাদ দেওয়া একের পর এক নেতা নেত্রীদের যোগদান করেছেন বিজেপি এমনটাই আশংঙ্কা আমাদের তাই আর কোন কাজ নেই তো এটা ভিখারীর দল এমনটাই মন্তব্য করেছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।তাছাড়া অর্জুন প্রসঙ্গে বলেন, অর্জুনের সঙ্গে তার বাড়ির দুজন কাজের লোক ছাড়া আর কেউ নেই আগামী দিনে এই দুজনও আর থাকবে না।এই দুজনও ইতিমধ্যেই যোগাযোগ করা শুরু করে দিয়েছে।একা হয়ে যাবে অর্জুন।এছাড়াও কটাক্ষ করে,সুকান্ত মজুমদার সমস্ত বিজেপির নেতা-নেত্রীদের বলেন তাদের মাথায় সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল হয়েছে।এছাড়াও জ্যোতিপ্রিয় আরও বলেন অর্জুন নিজের ঘর আগে সামলাক,কয়েক জন আত্মীয় তৃণমূলে চলে এসেছেন ওর ছেলেও পাঁ বাড়াচ্ছে। সোমবার হাবড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন কথা বলেন জ্যোতিপ্রিয় মল্লিক।

আরও পড়ুন -  Paayel Sarkar: পায়েল গ্রীষ্মের দাবদাহ উপভোগ করছেন