গত বছরের তুলনায় এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫০ হাজারেরও বেশি বৃদ্ধি পেয়েছে। গতবছর যেখানে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৭৯ হাজার ৬৯৯ জন, সেখানেই এ বছরে এই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১১ লক্ষ ২৮ হাজার ৯৪৮।
চলুন দেখে নেওয়া যাকে বছরের মাধ্যমিক পরীক্ষায় কোন কোন দিন কোন কোন পরীক্ষা হতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি, এ বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ৭ মার্চ ২০২২ এবং পরীক্ষা শেষ হবে ১৬ মার্চ ২০২২। সম্পূর্ণ রুটিন রইলঃ
৭ মার্চ, সোমবার – প্রথম ভাষা
৮ মার্চ, মঙ্গলবার – দ্বিতীয় ভাষা
৯ মার্চ, বুধবার – ভূগোল
১১ মার্চ, শুক্রবার – ইতিহাস
১২ মার্চ, শনিবার – জীবন বিজ্ঞান
১৪ মার্চ, সোমবার – গণিত
১৫ মার্চ, মঙ্গলবার – ভৌত বিজ্ঞান
১৬ মার্চ, বুধবার – ঐচ্ছিক বিষয়
পরীক্ষার সময় সীমা হবে সর্বমোট ৩ ঘন্টা ১৫ মিনিট, যার মধ্যে প্রথম পনেরো মিনিট প্রশ্নপত্র পড়তে এবং উত্তরপত্রে মার্জিন টানতে ব্যবহার করা যাবে। সেই সময়ে উত্তর লেখা যাবে না। বাকি ৩ ঘন্টা সময়ের মধ্যে উত্তর পত্র লিখতে হবে। পরীক্ষা চলবে সকাল ১১:৪৫ থেকে দুপুর ৩টে পর্যন্ত।