সাবরিনা-আকাশের `প্রেমের দেশে`

Published By: Khabar India Online | Published On:

ভালোবাসা দিবসে উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে কণ্ঠশিল্পী সাবরিনা বশিরের ‘প্রেমের দেশে’ শিরোনামের নতুন একটি গানের মিউজিক ভিডিও। রোমান্টিক ধাঁচের গানটিতে সাবরিনা বশিরের সাথে কণ্ঠ দিয়েছেন আরেফিন আকাশ।

অভিনেতা ও গীতিকার শাওন খান অর্কের কথায় গানটি সুর করছেন কলকাতার জনপ্রিয় গায়ক ও সুরকার আকাশ সেন। গানটির সঙ্গীতায়োজন করেছেন সিমন আহমেদ।

আরও পড়ুন -  Bodyguard Angry: সলমন খানের সাথে শাহনাজ গিলের অশ্লীলতা দেখে রেগে আগুন বডিগার্ড

 সাবরিনা বশির বলেন, ভালোবাসা দিবসে ভালোবাসার গান থাকবে না তা কি হয়। তাই শ্রোতাদের কথা মাথায় রেখে একটি ভালোবাসার গান নিয়ে এলাম। বেশ অন্যরকম কথা-সুরের একটি গান এটি। শ্রোতারা শুনলেই তা বুঝতে পারবেন। গানের অডিওর সঙ্গে মিলিয়ে এর ভিডিও করা হয়েছে। সব মিলিয়ে কাজটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।

আরও পড়ুন -  Jio 5G ফোন আসছে, আগ্রহীদের জন্য সুখবর

সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশন গানটির ভিডিও করা হয়েছে। গানটিতে মডেল হয়েছে সাবরিনা ও আকাশ। কোরিওগ্রাফি করেছেন রোহান বেলাল। চিত্রধারন করেছেন বিকাশ সাহা।মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মোহন ইসলাম।

আরও পড়ুন -  LPG: মোদি সরকারের সিদ্ধান্ত, এবার থেকে দিতে হবে ৫৮৭ টাকা, গ্যাস সিলিন্ডারে