ওরা গদ্দার, দলের সঙ্গে আমার সঙ্গে বেইমানি করেছেঃ অর্জুন সিং

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতাঃ    “আজ আমার আত্মীয়রা আমার সাথে বিজেপির সাথে অনেক বড় গদ্দারি করেছে। আমি আজ আহত হয়েছি এদের গদ্দারিতে। তবে এই ঘটনা আমাকে রাজনৈতিক ভাবে শক্ত করে দিল। আমি আর আমার পরিবার বিজেপি পরিবার ।

আরও পড়ুন -  Short Film: স্বামীর কাজ থেকে সুখ না পেয়ে এই পদক্ষেপ স্ত্রীর, ঘনিষ্ঠ দৃশ্যের এই শর্ট ফিল্মটি

এরা পয়সার লোভ করে তৃণমূলে গেছে এরা বেইমানি করেছে আমার সাথে দলের সাথে।” সদ্য দল ত্যাগ করা ৩ বিজেপি প্রার্থী সুনীল সিং, আদিত্য সিং ও সৌরভ সিং সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত আজ অর্জুন সিং এর নিকট আত্মীয় এই তিন বিজেপি নেতা ব্যারাকপুর প্রশাসনিক ভবনে গিয়ে নিজেদের প্রার্থী পদ প্রত্যাহার করে বিজেপি ছাড়ার ঘোষণা করেন। এই ঘটনায় যথেষ্ট সংকটে পরল বিজেপি। এই ঘটনার সম্পর্কে ক্ষোভ প্রকাশ করলেন অর্জুন সিং।

আরও পড়ুন -  ভারতীয় রেলওয়ে সুরক্ষা বাহিনী পরিষেবা প্রদানকারী আধিকারিকদের প্রশিক্ষণ এখন থেকে হাদ্রাবাদের এসভিপিএনপিএ-তে অনুষ্ঠিত হবে