সৈকত নগরী দিঘায় বিশাল আকারের মৃত ডলফিন ! লম্বা প্রায় ৪ ফুটেরও বেশি

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, দিঘাঃ   সৈকত নগরী দিঘায় সমুদ্রে উদ্ধার হল বিশাল আকৃতির মৃত ডলফিন। শনিবার সাত সকালে ওণ্ড দিঘার সমুদ্রে মৃত ডলফিন দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন -  High Court: হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন, শাহরুখ খানের পরিবার

ডলফিনটি পচন ধরতে শুরু করেছে। এরপরে সৈকত নগরীর দিঘায় ব্যাপক দুর্গন্ধ ছড়াচ্ছে। বনদপ্তরে আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে মৎস্যজীবীরা। জানাগেছে, মৃত ডলফিন টির লম্বা প্রায় ৪ ফুটেরও বেশি। ওজন প্রায় ৫০ কেজিরও বেশি। মৃত ডলফিন থেকে দেখতে দিঘায় বেড়াতে আসা পর্যটকদের হুড়োহুড়ি পড়ে যায়। কেউ কেউ পর্যটক মোবাইলে ক্যামেরা বন্দী করতে থাকে। বনদপ্তর তৎপরতায় দুপুরে অন্যত্র সরিয়ে মাটির নিচে পুঁতে ফেলা হয়। ডলফিনটি সমুদ্রের ট্রলারের ধাক্কায় মৃত্যু হয়েছে বলে বনদপ্তর আধিকারিকদের অনুমান।

আরও পড়ুন -  Sursuri-Li: ঘরে ফুলশয্যা, বাইরে পুলিশ, নতুন বউ কি করলো?