ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের ব্যাংক একাউন্ট হ্যাক করে ৪০ হাজারের বেশি ডলার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে ব্রাজিল পুলিশ।
যে যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে তার কাছে নেইমার ও নেইমারের বাবার ব্যাংক একাউন্টের তথ্য রয়েছে। ব্রাজিল পুলিশের দেয়া বিবৃতিতে প্রথমে নেইমারের নাম উল্লেখ করা হয়নি। তবে এ ঘটনার তদন্তকারী অফিসার ফ্যাবিও পিনহেইরো এক টিভি অনুষ্ঠানে ঘটনাটিতে পুলিশি তৎপরতা উল্লেখ করতে গিয়ে নেইমারের নাম উল্লেখ করেছেন।
ফ্যাবিও পিনহেইরো জানান, গ্রেপ্তার হওয়া যুবক তার এক সহকর্মীর কাছ থেকে পাসওয়ার্ড পায়। তারপর ওই ব্যাংকে যে সব ধনী ব্যক্তির অ্যাকাউন্ট রয়েছে, সেগুলি হ্যাক করে প্রায়ই অল্প পরিমাণ টাকা সরিয়ে নিত।
ফ্যাবিও আরও জানান, কয়েক দফায় চুরি করে ওই যুবক প্রায় দুই লক্ষ ব্রাজিলীয় টাকা হাতিয়ে নিয়েছে। যদিও এর আগে বিষয়টি খেয়াল কারোও নজরে আসেনি। তবে নেইমার ও তার বাবা টাকা চুরির পর ব্যাংক কর্তৃপক্ষকে অভিযোগ দিলে তার ভিত্তিতে তদন্ত শুরু হয়। আর তাতেই বেরিয়ে আসে এই যুবকের কীর্তি।