নিজস্ব সংবাদদাতাঃ ভাটপাড়া শীতলা তলা তে মাছ ব্যবসায়ীর মাথায় আগ্নেয়স্ত্র ঠেকিয়ে টাকা ছিনতাই করার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। টাকা দিতে অস্বীকার করায় ভয় দেখাতে দুষ্কৃতীরা একটি বোমা ছড়ে বলেও অভিযোগ যদিও সেটি না ফাটায় কোন হতাহতের ঘটনা ঘটে নি। এরপর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। ওই এলাকায় একটি হাট আছে আর ব্যবসায়ীরা ভোর বেলা মাল কেনা বেচা করতে আসলে প্রয়া দিনই তাদের দুষ্কৃতীদের হাতে পরতে হয়। বার বার এই ধরনের ছিনতাই এর ঘটনা ঘটলেও পুলিশ নিষ্ক্রিয় যার ফলে দুষ্কৃতী কাজ কর্ম বেড়েই চলেছে।
আরও পড়ুন - Haryanvi Dance: স্টেজ ডান্স এ জনপ্রিয়তা পাচ্ছেন কোমল চৌধুরী, পুরুষ ভক্তরা সৌন্দর্যে পাগল
কিন্তু সমস্ত ক্ষেত্রে পুলিশ প্রশাসন উদাসীন এই অভিযোগ এনে অবরোধ করেন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। এরপর ভাটপাড়া থানার পুলিশ ঘটনাস্থে আসে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
