32 C
Kolkata
Saturday, May 18, 2024

স্কুল শিক্ষককে ভয় দেখিয়ে টাকা হাতাচ্ছে সাইবার ক্রাইম চক্র, এবার দাবি পাঁচ লাখ টাকা !

Must Read

নিজস্ব সংবাদদাতাঃ  আগে হোয়াটসএপে একটি মেসেজ আছে। সেই মেসেজ লিংক খুলতেই বিপত্তি। ভাটপাড়া থানার কুতুবপুরের বাসিন্দা স্কুল শিক্ষক তিলক রাজ ঘোষের কাছে মেসেজ এবং ফোন করে বলা হয়, আপনি লোন নিয়েছেন। দুই ঘণ্টার মধ্যে লোনের টাকা পরিশোধ করতে হবে। ওই শিক্ষককে রীতিমতো ভয় দেখিয়ে ধাপে ধাপে প্রায় ৬০ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারণা চক্র।

আরও পড়ুন -  বীরভূমের খয়রাশোল অকাল বৃষ্টিতে পাকা ধান জলের তলায়, মাথায় হাত চাষীদের

এরপর তিনি টাকা দেওয়া বন্ধ করে দেন। তখনই ফোনের কন্ট্যাক্ট লিস্ট দেখে স্কুলের অন্যান্য শিক্ষক ও আত্মীয়-স্বজনদের ফোন করে বলা হচ্ছে, লোন নিয়েছেন। কিন্তু টাকা পরিশোধ করছেন না। এরপর বাধ্য হয়েই তিনি বৃহস্পতিবার ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। আতঙ্কিত শিক্ষক তিলক রাজ ঘোষ বলেন, পুরো ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। বুধবার ফোন করে পাঁচ লাখ টাকা দাবি করেছে। সাইবার প্রতারণা চক্রের উৎপাতে আতঙ্কিত শিক্ষক পরিবার।

আরও পড়ুন -  Sohini Sarkar: হালকা শীতের শুরুতে ঝড় তুললেন অভিনেত্রী সোহিনী

Latest News

Web Series: এই ভাবে পানের দোকানের ভিতরে চলে শরীরের খেলা, এসে গেল গরমের সময়ে এইরকম ওয়েব সিরিজ

Web Series: এই ভাবে পানের দোকানের ভিতরে চলে শরীরের খেলা, এসে গেল গরমের সময়ে এইরকম ওয়েব সিরিজ।  Web Series টি...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img