Deepika Padukone: পোশাকের জন্য ট্রলের শিকার দীপিকা

Published By: Khabar India Online | Published On:

 সফল অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ‘গেহরাইয়ান’ ছবির ট্রেলার। মুক্তির পর পরই সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন তিনি। ‘গেহরাইয়ান’র প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি বিকেলে দীপিকা সিনেমার প্রচারণার জন্য একটি ডেনিম পোশাক পরেন। সঙ্গে সাদা হিল। তিনি কাট-আউট স্ট্র্যাপি টপ বেছে নিয়েছিলেন। কোনো গহনা এবং মেকআপ ছিল না।

আরও পড়ুন -  নিজের বাড়ির লোকেশন যুক্ত কি ভাবে করবেন গুগল ম্যাপে? জানুন পদ্ধতি

তার এই পোশাক নেটিজেনদের কাছে হাস্যকর মনে হয়েছে। তারা ছবিতে মন্তব্য করে বলছেন, এটা কি ‘সুইম স্যুট’? আবার অনেকে তাকে বিবি ওটিটি তারকা উরফি জাভেদের সাথে তুলনা করেছেন।

আরও পড়ুন -  টুপি দিয়ে শরীর ঢাকা, সানি লিওনের টাটকা ছবি, করোনার সময় !

তবে অনেকে দীপিকাকে সমর্থনও দিচ্ছেন। তাদের মতে, একজন কি পরবেন সেটা তার ব্যক্তিগত বিষয়। সবখানে মতামত দেয়া উচিত নয়।

‘গেহরাইয়ান’ ২০২২ সালের সুপারহিট সিনেমা হবে বলে আশা করছেন ভক্তরা। ১১ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে মুক্তি পাবে এটি। তারই অপেক্ষায় আছে ভক্তরা।

আরও পড়ুন -  অভিনেত্রী আলিয়া ভাট চমক দিলেন জন্মদিনে