ময়নাগুড়ি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে শুরু হলো দেওয়াল লিখন

Published By: Khabar India Online | Published On:

সজল দাশগুপ্ত, ময়নাগুড়ি, ৯ ফেব্রুয়ারিঃ   পুরসভা ভোটের দামামা বেজে উঠতেই শুরু হলো প্রচার অভিযান। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল ময়নাগুড়ির ১৭ টি ওয়ার্ডের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। আর তারপরেই জমা করা হয়েছে নমিনেশন। নমিনেশন জমা করার পর থেকেই শুরু প্রচার অভিযান।

আরও পড়ুন -  দরিদ্র যুবক কে এই সময়ে চাকরি দিলেন সোনু সুদ, দরিদ্র যুবকটি পায়ে পড়ে প্রনাম করলেন

বুধবার ময়নাগুড়ির ১২ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী তুহিন কান্তি চক্রবর্তী তার ওয়ার্ডে দেওয়াল লিখন শুরু করেন। নিজে রঙ তুলি হাতে নিয়েই দেওয়াল লিখন শুরু করেন তিনি। এদিন প্রচারে নেমে তিনি বলেন, ” আমি এই এলাকার বাসিন্দা। দীর্ঘদিন থেকে বিভিন্ন সমাজসেবার কাজ করছি এবং বিভিন্ন অঞ্চলেরও বেশ কিছু উন্নয়ন মূলক কাজ করেছি। আমার ওয়ার্ডে আরো ভালো কাজ করার জন্যই আমি নির্দল হিসাবে দাঁড়িয়েছি। আমি খুব আশাবাদী।

আরও পড়ুন -  শুধু ইন্টারভিউ দিয়েই একাধিক শূন্যপদে নিয়োগ, আবেদন করুন