Gift: জর্জিনার উপহার দেয়া দেড় লাখ পাউন্ড গাড়ি, রোনালদোর গ্যারেজে !

Published By: Khabar India Online | Published On:

ক্রিশ্চিয়ানো রোনালদোর গাড়ীপ্রীতির কথা তার ভক্ত-সমর্থক বা নিন্দুক কারোরই অজানা থাকার কথা না। রোনালদোর গ্যারেজে যেসব গাড়ি আছে তা বিশ্বের অনেক ধনকুবেরের কাছেও ঈর্ষণীয়। মার্সিডিজ, পোরশে, ফেরারি, অ্যাস্টন মার্টিন, বুগাত্তি, বেন্টলি, মাসেরাত্তি, রোলস রয়েসের মতো গাড়ির সমাহার তার গ্যারেজে।
রোনালদোর বিলাসবহুল এইসব গাড়ীর রাজ্যে এবার যোগ হলো ক্যাডিলাক এসক্যালেড। এই গাড়িটি অবশ্য তার নিজের কেনা না, পেয়েছেন উপহার। সেটিও আবার প্রিয়তমা বান্ধবী জর্জিনা রদ্রিগেজের কাছ থেকে।

গত ৫ ফেব্রুয়ারি রোনালদোর ৩৭তম জন্মদিন উপলক্ষ্যে ৮ আসনের বিলাসবহুল ক্যাডিলাক এসক্যালেডটি রোনালদোর হাতে তুলে দেন জর্জিনা। সেই মুহূর্তকে ক্যামেরাবন্দী করে জর্জিনা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্টও করেছেন।
রোনালদোর উপহার পাওয়া সাধারণ গাড়ির তুলনায় একটু বড় এই ক্যাডিলাক এসক্যালেডের দাম প্রায় দেড় লাখ পাউন্ড বলেই জানা যায়।

আরও পড়ুন -  অর্জুন সুব্রত ডেঙ্গুতে আক্রান্ত

এই গাড়ির বিজ্ঞাপনেই ক্যাডিলাক জানিয়েছলো, ‘আপনি যদি গাড়ির ভেতর টেনিস খেলতে চান, তাহলে ক্যাডিল্যাক এসক্যালেডই হতে পারে আপনার একমাত্র পছন্দ! এটা বলার অপেক্ষা রাখে না যে ক্যাডিল্যাক এসক্যালেড আকারে অনেক বড়। প্রায় ছয় মিটার লম্বা এই গাড়ির দৈর্ঘ্য প্রায় একটা জিরাফের সমান!’ শুধু তাই নয়, গাড়ির ভেতরে আরও রয়েছে ৩৬ স্পিকারের সাউন্ড-সিস্টেম !

জর্জিনার পোস্ট করা ঐ ভিডিওতে আরও দেখা যায়, নিজের বাড়ির দরজা খুলে বান্ধবীর প্রতি কৃতজ্ঞ দৃষ্টিতে উপহার দেখছেন রোনালদো, বান্ধবীর ঠোঁটে চুমুও এঁকে দেন তিনি। কিছুক্ষণ পর দেখা যায় রোনালদোর চার সন্তানের ছোট তিনজন ইভা, মাতেও আর আলানা-মার্তিনা গাড়ির ভেতর বসে গান শুনতে ব্যস্ত।

আরও পড়ুন -  ভারতে বেতনভুক কর্মচারী বিষয়ক প্রতিবেদন– কর্মসংস্থানের ক্ষেত্রে এক প্রথামাফিক আভাস

পর্তুগালের এক দরিদ্র পরিবার থেকে উঠে আসা রোনালদো আজ ফুটবল বিশ্বের আয়ের দিক দিয়ে সবচেয়ে বড় তারকা। তাই তো অর্থ খরচ করে নিজের শখ পূরণ করতে কখনও পিছপা হতে হয় না তাকে।

অন্যান্য শখের চেয়ে এই গাড়ীর প্রতি প্রেম যেন বেশি রোনালদোর কাছে। তার গাড়িগুলো শুধু বিলাসবহুলই নয়, ইঞ্জিন এবং অন্যান্য দিক দিয়ে সেগুলোকে অন্য সব গাড়ি থেকে আলাদা হতেই হবে। তার গ্যারেজে যেমন পাওয়া যায় বিলাসবহুল রোলস রয়েস, বেন্টলি বা মার্সিডিজ, তেমনই আছে রাস্তায় গতির ঝড় তোলা বুগাত্তি সেন্তোদিয়েচি বা ফেরারি ৫৯৯ জিটিবি, ফেরারি এফ৪৩০।

আরও পড়ুন -  বমির ভয়ে গাড়িতে চড়তে ভয় পাচ্ছেন ? এই নিয়ম মেনে চলুন

রোনালদোর সংগ্রহে আছে সব মিলিয়ে প্রায় ২০ টি গাড়ি। তার গাড়ির এই শখ এমন পর্যায় পর্যন্তও পৌঁছায় তার ছোট্ট একটি উদাহরণ হচ্ছে করোনা মহামারির ভেতর তার কেনা বুগাত্তি সেন্তোদিয়েচি গাড়ীটি। বছর দুয়েক আগে করোনায় ঘরবন্দী থাকতে থাকতে শুধুমাত্র ‘বিরক্ত’ হয়েই নাকি রোনালদো কিনে ফেলেছিলেন সাড়ে ৮ মিলিয়ন পাউন্ডের স্পোর্টস কার বুগাত্তি সেন্তোদিয়েচি।

রোনালদোর এতসব বিলাসবহুল আর অত্যাধুনিক গাড়ির ভেতর এবার যুক্ত হলো উপহার পাওয়া নতুন এই ক্যাডিলাক এসক্যালেড। তবে রোনালদোকে এটিই প্রথম উপহার দিলেন না জর্জিনা। বছর দুই আগে ৩৫ তম জন্মদিনে দিয়েছিলেন ১ লাখ ৮০ হাজার ইউরো মূল্যের একটি মার্সিডিজ এএমজি জি ৬৩ মডেলের গাড়ি। ছবি- সংগৃহীত