৯২ টি প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন, সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এবং রক্তদান শিবির

Published By: Khabar India Online | Published On:

সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ   সরস্বতী পুজো উপলক্ষে রক্তদান শিবির। ধূপগুড়ি প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় ধূপগুড়ি মিলনী ময়দানে আয়োজন করা হয় সারস্বত উৎসবের। আর এই সারস্বত উৎসব উপলক্ষে রবিবার আয়োজন করা হয় রক্তদান শিবিরের। এদিকে যেহেতু সাতসকালেই সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর প্রয়াত হয়েছেন। তাই সারস্বত উৎসব উপলক্ষে ধূপগুড়ি প্রেসক্লাবের সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে। একইভাবে ধূপগুড়ি প্রেস ক্লাবের রক্তদান শিবিরটিকে লতা মঙ্গেশকরের স্মৃতিতে উৎসর্গ করা হয়েছে। এদিন রক্তদাতাদের হাতে গোলাপ ফুল সহ পক্ষ থেকে প্রেস ক্লাবের ক্যালেন্ডার তুলে দেওয়া হয়।

আরও পড়ুন -  মহামারীর সময়ে প্রয়োজনীয় সম্পদের হিসেব তৈরির জন্য জেএনসিএএসআর-এর বিজ্ঞানীরা একটি মডেল উদ্ভাবন করেছেন

এদিকে লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকস্তব্ধ ধূপগুড়ি প্রেস ক্লাব। তাই ধূপগুড়ি প্রেস ক্লাবের পক্ষ থেকে সারস্বত উৎসব উপলক্ষে আজকের সমস্ত অনুষ্ঠান বাতিলের পাশাপাশি সন্ধ্যায় ৯২ টি প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে।

আরও পড়ুন -  Shah Rukh Khan: বলিউডের একঝাঁক তারকা শাহরুখ খানের পাশে, আরিয়ান মাদক কাণ্ডে ঘটনায়