সাংবাদিক সম্মেলনে‌র মধ‍্য দিয়ে বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা

Published By: Khabar India Online | Published On:

সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ   সাংবাদিক সম্মেলনে‌র মধ‍্য দিয়ে বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা হল শনিবার। এদিন বিকেলে সিপিএমের জেলা পার্টি অফিসে একটি সাংবাদিক সম্মেলন করেন বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য।

আরও পড়ুন -  Weather Report: ঘূর্ণাবর্ত ওড়িশায়, কলকাতার আকাশ মেঘলা, বৃষ্টি কি হবে?

জলপাইগুড়ি পুরসভার ২৫টি ওয়ার্ডের মধ্যে ১৩ টি ওয়ার্ডের প্রার্থী তালিকা ঘোষণা করেন তিনি।

বামফ্রন্টের জেলা আহ্বায়ক সলিল আচার্য বলেন, জলপাইগুড়ি‌ জেলায় বর্তমানে আমরা খুবই দুর্বল। এজন্য জেলার তিনটি পুরসভার ৫৭টি ওয়ার্ডেই প্রার্থী দিচ্ছি না আমরা। তৃণমূল ও বিজেপি বিরোধী পুরবোর্ড গড়তে পারলে পুরসভার মানুষদের আধুনিক নাগরিক পরিসেবা দেওয়ার কথা বলেন তিনি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আর‌এসপি নেতা প্রকাশ রায় সহ বামফ্রন্টের বিভিন্ন নেতা কর্মীরা।

আরও পড়ুন -  Eoin Morgan: বিদায় নিলেন মরগান, ক্রিকেট থেকে