টুঙ্কা সাহা, আসানসোলঃ সরকারি নির্দেশিকা মেনে বৃহস্পতিবার থেকে খুলে গেল স্কুল, শুরু হল স্কুলে পঠনপাঠনের কাজ।করোনা আবহে এত দিন পরে স্কুল আসতে পেরে খুশি ছাত্র ছাত্রী থেকে শিক্ষক সকলেই।বৃহস্পতিবার আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন সরকারী ও বেসরকারী স্কুল গুলোতে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী প্রজন্ত ছাত্র ছাত্রীদের নিয়ে ক্লাস করার অনুমতি দিয়েছে রাজ্যসরকার ।সে মত স্কুল গুলোতে সেনিটাইজার ও মাক্স ব্যবহার করতে দেখা গেল ছাত্র ছাত্রীদের ।
পড়ুয়াদের এক যোগে অভিমত আর অনলাইন ক্লাস করতে ভাল লাগছে না।এ ভাবেই খোলা থাক স্কুল।সামনে স্বরসতি পুজো রয়েছে ।তাই কেউ কেউ জানালেন বাকদেবীর কাছে প্রার্থনা যাতে সারা বছর স্কুলে আসতে পারে ।
বৃহস্পতিবার থেকে খুলে গেল স্কুল, সরকারি নির্দেশিকা মেনে
Published By: Khabar India Online |
Published On: