জিম এবং শ্যুটিংয়ের ক্ষেত্রে নবান্ন থেকে জারি হল নতুন নির্দেশিকা

Published By: Khabar India Online | Published On:

 রাজ্যে আংশিক লকডাউন বাড়ানো হয়েছে ৩১শে জানুয়ারি পর্যন্ত। বিয়ে বাড়ি এবং মেলার ক্ষেত্রে কিছুটা ছাড় দিয়ে নতুন নির্দেশিকা জারি হয়েছিলো। তবে সোমবার নবান্ন থেকে পুনরায় সিনেমা ও ধারাবাহিকের শ্যুটিং এবং জিম খোলার ক্ষেত্রে কোভিডবিধি আরও শিথিল করল রাজ্য সরকার।

আরও পড়ুন -  বিমানে দড়ি ঝুলিয়ে দোল, চিনের কটাক্ষ

কোভিডবিধি মেনে সিনেমা এবং ধারাবাহিকের আউটডোর শ্যুটিংয়ে ছাড় দিয়েছে রাজ্য সরকার। যাত্রার ক্ষেত্রেও ছাড় মিলেছে। কোভিডবিধি মেনে ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা মাঠে যাত্রানুষ্ঠান করা যেতে পারে রাত ৯টা পর্যন্ত। চার দেওয়ালের ভিতর যাত্রার আয়োজন হলে সর্বোচ্চ ২০০ জন দর্শক উপস্থিত থাকতে পারে।
এছাড়াও, ছাড়া দেওয়া হয়েছে জিম এর ক্ষেত্রে, ৫০ শতাংশ গ্রাহক নিয়ে রাত ৯টা পর্যন্ত খোলা যেতে পারে জিম। তবে যে সব গ্রাহক এবং কর্মীর করোনার দু’টি টিকাই নেওয়া হয়ে গিয়েছে, শুধু তাঁদেরই ডাকা যাবে জিমে। এ ছাড়াও সঙ্গে রাখতে হবে আরটিপিসিআর পদ্ধতিতে করা কোভিড পরীক্ষার নেগেটিভ রিপোর্ট।

আরও পড়ুন -  Submitting Nominations: নমিনেশন জমা করতে দেখা গেল শাসক থেকে বিরোধী সমস্ত দলের প্রার্থীদের