সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ শাবলের আঘাতে রক্তাক্ত গোখরো সাপ কে বাঁচালেন পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী এবং জলপাইগুড়ি পশু হাসপাতালের চিকিৎসাক ও স্বাস্থ্য চিকিৎসা কর্মীরা।
মহানন্দে শীতঘুম দিচ্ছিল গোখরো সাপ। জলপাইগুড়ি সংলগ্ন শিরিষতলা এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটির মধ্যে। বিদ্যুৎ কর্মীরা বৈদ্যুতিক খুঁটি তোলবার সময় সাপটিকে আঘাত করে শাবল দিয়ে। তারাই পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী কে খবর দেয়া হয়। ঘটনাস্থলে এসে উনি সাপটিকে উদ্ধার করে পশু হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা হয়। তার শরীরে মোট 30 টি সেলাই পড়েছে। তবে সাপটি আগের থেকে অনেকটা সুস্থ আছে। সম্পূর্ণ সুস্থ হওয়ার পর সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে একথা জানিয়েছেন বিশ্বজিৎ বাবু। সকলে ধন্যবাদ জানিয়েছেন এই মহৎ কাজের জন্য।