পুকুরে অজ্ঞাত পরিচয় মহিলার ক্ষতবিক্ষত দেহ !

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   রানীগঞ্জের স্কুল পাড়া এলাকায় বোর্ডিং হাউস এর পেছনে গোপাল বাঁধ নামে এক পুকুরে অজ্ঞাত পরিচয় মহিলার ক্ষতবিক্ষত দেহ ভাসতে দেখায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এদিন স্থানীয়রা বছর 60 ওই মহিলার দেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে। স্থানীয় এলাকাবাসীর দাবি কেউ বা কারা বাইরের থেকে এনে পুকুরে ফেলে দিয়ে গেছে।

আরও পড়ুন -  Ukraine-Russian-War: ১৫ হাজার রুশ সেনার মৃত্যু ইউক্রেন যুদ্ধে, দাবি মার্কিন গোয়েন্দার

স্থানীয়রা দাবি করেন এলাকায় অবৈধ কার্যকলাপ ক্রমশ বেড়েই চলেছে এদিকে পুলিশের নজরদারি বাড়ানো উচিত এই এলাকায় অসামাজিক কাজকর্ম রক্ষার জন্য পুলিশ প্রশাসনকে আবেদন করেন স্থানীয় এলাকার বাসিন্দারা।শেষমেষ জানা গেল মহিলার পরিচয় স্থানীয় এলাকার বাসিন্দা বছর শাটের এর সন্ধ্যা দে নামের ওই মহিলা তিন দিন ধরে নিখোঁজ ছিল বলে জানা যায়। এদিন তার ছেলে ঘটনাস্থলে এসে পৌঁছে দেহ শনাক্ত করে দেহটি সম্ভবত তার মা বলেই দাবি করেন। রানীগঞ্জ থানার পুলিশ ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন -  আসুন আমরা যক্ষ্মার বিরুদ্ধে লড়াইকে জন উদ্যোগ এবং জন আন্দোলনের রূপ দিইঃ শ্রী মনসুখ মান্ডভিয়া