টুঙ্কা সাহা, আসানসোলঃ পশ্চিম বর্ধমান আসানসোল বিজেপির ৫০ জন সমর্থক তৃণমূলে যোগদান করে মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে। রবিবার অপকার গার্ডেনে রাজ্যের আইন ও পূর্ত মন্ত্রীর আবাসন অফিসে মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে তৃণমূলে যোগদান করে ১৩ নম্বর ওয়ার্ডের বেশকিছু বিজেপি সমর্থক। ১৩ নং ওয়ার্ডে অবস্থিত প্রগতিশীল বাউরি সমাজের আহ্বায়ক সায়ন্তন বাউরির নেতৃত্বে, ওয়ার্ড সভাপতি বিশ্বজিত বাউরি, পিন্টু বাউরি, হীরা মুর্মু, রতন নোনিয়া, অসীম বাউরি, রিন্টু পাল সহ ৫০ জন বিজেপি সমর্থক তৃণমূলে যোগদান করেন মলয় ঘটকের হাত ধরে।
আরও পড়ুন - Gold Price after Union Budget: আরও দামী হল সোনা, বাজেট ঘোষণার পর, ব্যবসায়ীদের হাত মাথায়