ময়নাগুড়ি রেল দুর্ঘটনায়, মৃত অজিত প্রসাদের দেহ বাড়িতে এলো

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   ময়নাগুড়ি রেল দুর্ঘটনায় মৃত অজিত প্রসাদের দেহ এসে পৌছালে আসানসোলে অজিতের বাড়ি তে।শনিবার সকালে দেহ এসে পৌছায়।ঘটনায় এলাকায় শোকের ছায়া। অজিত আসামে রেল দপ্তরের কর্মী হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার দিন ঐ ট্রেনে সফর করছিলেন তিনি বলে পরিবার সুত্রে জানা গেছে। বাড়ির লোক দুর্ঘটনার খবর পেয়ে আসানসোল থেকে রওনা হয়ে ছিলেন। খবর পেয়ে এলাকার বিধায়ক অগ্নিমিত্রা পাল বাড়ি তে গিয়ে সমবেদনা জানান। পাশাপাশি তিনি বলেন, রেল দপ্তরের সাথে কথা হয়েছে, অজিতের স্ত্রীকে চাকরি দেওয়া হবে।এছাড়া যা যা পাওনা সেগুলো পাবে বলে আশ্বাস দেন বিধায়ক অগ্নিমিত্রা পাল।

আরও পড়ুন -  Rahul Gandhi: রাহুল প্রধানমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন, ইঙ্গিত সভাপতি মল্লিকার্জুন খাড়গে